চলছে উদ্ধারকাজ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্ক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প (Earthquake)-এর জেরে প্রাণ হারাল কমপক্ষে ন’জন মানুষ। মৃতদের মধ্যে চারটি শিশুও আছে। জখম হয়েছে আরও ৩৭ জন। এছাড়া এই ঘটনার জেরে হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে বলেও খবর।
Van Başkale ilçesine bağlı Özpınar Köyü’ndeyiz pic.twitter.com/dSog6476cH
— Süleyman Soylu (@suleymansoylu) February 23, 2020
মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইরান সীমান্ত সংলগ্ন এলাকা। ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের তুরস্ক সীমান্ত এলাকার ৬.৪ কিলোমিটার মাটির গভীরে ভূকম্পনের উৎসস্থল।
তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সুলেমান সয়লু জানান, ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত চারটি শিশু-সহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৩৭ জন। এছাড়া এর ফলে তুরস্কের পূর্বপ্রান্তে অবস্থিত ভান শহরের হাজারটির বেশি বাড়ি ভেঙে পড়েছে। প্রচুর ভিডিও ফুটেজে বাড়ির নিচে চাপা পড়া মানুষদের বাইরে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। সকাল আটটা ৫৫ মিনিটে প্রথম ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিবার আরও বেড়ে যায়। বর্তমানে প্রশাসনের তরফে ভূমিকম্প দুর্গতদের সবরকম সহযোগিতা করার চেষ্টা হচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে মোট ৭৫ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.