Advertisement
Advertisement
Earthquake in Nepal

সাতসকালে ভয়াবহ ভুমিকম্পে কাঁপল নেপাল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভয়াবহ স্মৃতি ফিরছে নেপালে!

Earthquake in Nepal: 6.1 magnitude quake hits Kathmandu | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 22, 2023 9:42 am
  • Updated:October 22, 2023 9:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষ্টমীর সকালে নেপালে (Nepal) ভয়াবহ ভূমিকম্প। কেঁপে উঠল রাজধানী কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেপে কম্পনের তীব্রতা ছিল ৬.১। এখনও কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল রাজধানী কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। স্বস্তির খবর হল এই ভুমিকম্পে কোনও হতাহতের খবর নেই।

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

এর আগে চলতি মাসের শুরুতেই একাধিক বার কেঁপেছে কাঠমান্ডু। যার প্রভাব পড়েছে ভারতের বিস্তীর্ণ এলাকাতেও। খাস রাজধানী দিল্লিও একাধিক বার কেঁপেছে ওই ভুমিকম্পের জেরেই। এবার অবশ্য দিল্লিতে বা ভারতের অন্য কোনও প্রান্তে এই ভূমিকম্পের প্রভাব পড়েনি। তবে নেপালজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]

আসলে নেপালে ভূমিকম্পের প্রবণতা গত কয়েক বছরে নিয়মিত বাড়ছে। এই মুহূর্তে নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। সাম্প্রতিক অতীতে নেপালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০১৫ সালে। সে বছর রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় কাঠমান্ডুর (Kathmundu) আশেপাশে। বছর সাতেক আগের সেই ভুমিকম্পে প্রাণ যায় প্রায় ৯ হাজার মানুষের। সেই থেকে ভূমিকম্প হলেই আতঙ্কে ভোগে নেপালবাসী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement