প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নিউ ইয়র্ক (New York)। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে মার্কিন মুলুকের মাটিতে কম্পন দেখা দেয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। তবে ভূমিকম্পে কেউ হতাহত হননি। কোনও সম্পত্তি নষ্টের কথাও জানা যায়নি প্রাথমিক ভাবে।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নিউ জার্সির লেবাননের কাছে। এদিন কম্পন শুরু হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কে অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দপ্তরের নিরাপত্তা পরিষদে গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্পের পরই তা বাতিল করা হয়েছে। ব্রুকলিনে বহু বাড়ি কেঁপে উঠেছে। আলমারির পাল্লা থরথরিয়ে কেঁপে উঠতেও দেখা যায়। বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও অন্যান্য প্রদেশ থেকেই একই অভিজ্ঞতার জানিয়েছেন অনেকে। ম্যানহাটনের রাস্তায় ট্র্যাফিকে আটকে পড়া গাড়ি চালকরা আতঙ্কে হর্ন বাজাতে থাকেন বলেও জানা গিয়েছে।
Notable quake, preliminary info: M 4.8 – 7 km N of Whitehouse Station, New Jersey https://t.co/DuTYZ1kb4X
— USGS Earthquakes (@USGS_Quakes) April 5, 2024
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কোনও ক্ষয়ক্ষতি এই কম্পনের ফলে হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.