Advertisement
Advertisement
Kamala Harris

কানের দুলের আড়ালে লুকনো ইয়ারফোন! প্রেসিডেনশিয়াল ডিবেটে কমলাকে নিয়ে তুমুল বিতর্ক

ইয়ারফোনের মাধ্যমে কমলাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়া হচ্ছিল, অভিযোগ নেটদুনিয়ার।

Earrings of Kamala Harris at presidential debate create controversy
Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2024 4:49 pm
  • Updated:September 11, 2024 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখে মনে হয় মুক্তোর কানের দুল। কিন্তু আদতে সেটা নাকি বিশেষ ইয়ারফোন! মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেনশিয়াল ডিবেটের পর থেকে নেটদুনিয়ায় ছেয়ে গিয়েছে এই বিশেষ কানের দুলের ছবি। কারণ নেটিজেনদের একাংশের মতে, কানের দুলের আড়ালে আসলে ইয়ারফোন পরে এসেছিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিস। বিতর্কের সময়ে তাঁর টিম শিখিয়ে দিয়েছে, কোন সময়ে কী বলতে হবে, কোন প্রশ্ন করতে হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম ডিবেট ছিল মঙ্গলবার। সেখানে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হন কমলা হ্যারিস। সাদাকালো পোশাকে সেজে নিজের প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে হাজির হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সকলের নজর কেড়েছিল তাঁর মুক্তোর দুলও। প্রেসিডেনশিয়াল ডিবেটে প্রথমবার বক্তৃতা দিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনও জিতে নিয়েছেন কমলা। তাঁর ক্ষুরধার যুক্তি আর শানিত প্রশ্নের মুখে বেশ কয়েকবার বিপাকে পড়েছেন ট্রাম্প নিজেও।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের

কিন্তু প্রেসিডেনশিয়াল ডিবেট শেষ হওয়ার পরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই বলছেন, কমলার কানের দুলটি নিছক কোনও গয়না নয়। বরং অত্যন্ত উন্নতমানের একটি ইয়ারফোন। ওই ইয়ারফোনের মাধ্যমেই বিতর্ক চলাকালীন নিজের টিমের সঙ্গে যোগাযোগ রাখছিলেন হ্যারিস। কোন প্রশ্নের উত্তরে কী বলতে হবে, সমস্ত ঘটনার জন্য প্রয়োজনীয় তথ্য এবং পরিসংখ্যান- সবকিছুই ওই ইয়ারফোনের মাধ্যমে কমলাকে শিখিয়ে দেওয়া হচ্ছিল।

নেটদুনিয়ার মতে, নোভা এইচ১ অডিও ইয়ারিং বেশ কয়েকজনকে পরতে দেখা গিয়েছে। স্টেজে পারফর্ম করার সময়ে অনেকেই এমন দুল পরেন যাতে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখতে সুবিধা হয়। তার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছিলেন কমলা? তবে এই অভিযোগ নিয়ে আলাদা করে কিছু বলেননি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।

[আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল ডিবেটে দুরন্ত অভিষেক, নজিরবিহীন সৌজন্যে ট্রাম্পকে পিছনে ফেললেন কমলা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement