সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্বিনের নরম রোদে শিউলির গন্ধ ছড়িয়ে এসেই পড়ল শারদীয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। এ কি শুধু বাংলায়? মোটেই না। ভূগোল যেমনই হোক, পূজার গন্ধ বিশ্বের সর্বত্র। এ দেশের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও প্রায় শেষ দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি পর্ব। আর কে না জানে পুজো প্রস্তুতির প্রথম ধাপ শেষ হয় মহালয়ার পুন্য লগ্নে? দুবাইয়ের (Dubai) ভারতীয় বঙ্গীয় পরিষদ তাই মহা সমারোহে উপস্থাপিত করল তাদের মহালয়ার অনুষ্ঠান।
ভারতীয় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানালেন, মহালয়ার (Mahalya)অনুষ্ঠানে প্রায় পঁয়তাল্লিশজন অংশগ্রহণ করেছেন। যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ! ভাবা যায়? সর্ব বয়সের এমন সমন্বয় আর কোথায়ই বা পাওয়া যায়?
অনুষ্ঠান হলো তিনটি পর্যায়ে। সূচনায় চিরাচরিত চন্ডীপাঠ-সহ মহালয়ার (Mahalaya) গান, যা পরিচালনা করেছেন সোমদত্তা বসু। চণ্ডীপাঠে শুভতোষ বন্দ্যোপাধ্যায়। এরপর ছোটদের মহালয়া। যেখানে কচিকাঁচাদের সমবেত কবিতা (Poem)এবং নৃত্য। আর অনুষ্ঠান শেষ হয় দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য (Dance)পরিচালনা করেছেন সোমদত্তা মুখোপাধ্যায়। কবিতার পাঠশালা বসেছিল অরিজিতের সঙ্গে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এষা সেনগুপ্ত।
প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং ঘোষণা করেছেন, তাদের উদ্যোগে এবারের আসন্ন দুর্গাপুজোয় রয়েছে অনেক চমক। সকলে এখন তারই অপেক্ষায়। দুবাইয়ের মাটিতে এভাবেই যেন গড়ে উঠেছে একটুকরো বাংলা! যে বাংলায় ‘শরৎ আসে, যায়/মেঘের ফাঁকে নীল’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.