Advertisement
Advertisement

ইনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা

ক্লিক করে দেখুন তাঁর সম্পূর্ণ ঝলক৷

Dubai princess becomes first royal woman pilot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 7:37 am
  • Updated:February 8, 2017 8:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষশাসিত সমাজ থেকে রাজনৈতিক আভিজাত্যের বোঝা৷ সব কিছুকে কাটিয়ে আকাশে উড়ান ভরলেন দুবাই রাজপরিবারের তরুণ তুর্কি৷ শেইখা মোজাহ আল মাকটুম৷ বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা৷

শুটিং ফ্লোরে আগুন, ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচালেন এই নায়ক

Advertisement

5346615013_d703b7bbaa

রাজ পরিবারের এই রাজকীয় কাহিনি প্রকাশ্যে এনেছেন পরিবারেরই একজন সদস্য শেইখা লতিফা৷ পাইলটের বেশে মোজাহর ছবি দিয়ে তিনি লিখেছেন, সীমানা ছাড়ানো আকাশই শেষ নয়৷ স্বপ্ন দেখতে পারলেই তা পূরণ হবে৷

মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’

media-541

রাজকন্যা হলেও প্রথম থেকেই প্রথা ভাঙার ঝোঁক ছিল মোজাহর৷ পর্দার বাইরে বেরিয়ে বারবার গতির সঙ্গে লড়াই করেছেন তিনি৷ বশ মানিয়েছেন দুরন্ত ঘোড়াকে৷ এবার পূরণ করেছেন আকাশে ওড়ার স্বপ্ন৷ রাজ পরিবারের সদস্যরাও স্বাগত জানিয়েছেন মোজাহর এই পদক্ষেপকে৷

বসন্ত উৎসব ‘গলা কাটা’, নিষেধাজ্ঞা জারি পাক মুলুকে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement