সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। আলোর রোশনাইয়ে ভাসছে উত্তর থেকে দক্ষিণ। দীপাবলির দিন প্রতিবারই এ ছবি দেখতেই অভ্যস্ত দেশবাসী। কিন্তু এবার দীপাবলির সাক্ষী থাকছে দুবাইও। হ্যাঁ, ঠিকই পড়েছেন। একেবারে ভারতের ঢঙেই দুবাইও মেতে উঠেছে আলোর উৎসবে। যে উৎসবে গাওয়া হল ভারতের জাতীয় সংগীতও।
চলতি বছর আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে দুবাইয়ের বুর্জ খলিফা উজ্জ্বল হয়েছিল তেরঙ্গার রঙে। এবার ভারতের মতোই সেখানে উদযাপিত হচ্ছে দিওয়ালিও। এর আগে কখনও এমন দিওয়ালি দেখেনি দুবাই। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করে মরু দেশে ১০ দিনের দীপাবলি উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেয় দুবাই সরকার। প্রথমবার এমন উদ্যোগ নেওয়ায় খুশি প্রবাসী ভারতীয়রাও। আর দুবাইয়ে যে দিওয়ালি কতটা জমজমাট হতে পারে, সে ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পয়লা নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে দিওয়ালি। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
দিওয়ালি উপলক্ষে কোন কোন অনুষ্ঠান হচ্ছে এখানে? টানা দশদিন সাধারণ মানুষ লাইভ বলিউড ও ভাংড়া পারফরম্যান্স, প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা, আতসবাজির রোশনাই সবেতেই মেতে উঠতে পারবেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে এলইডি আলো জ্বালানোর নজিরও তৈরি হচ্ছে। যা জায়গা করে নিতে পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। তবে এসবের মধ্যেও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই উৎসব উপলক্ষে দুবাই পুলিশের একত্রিতভাবে ভারতের জাতীয় সংগীত গাওয়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। যা ভারতবাসীর কাছে নিঃসন্দেহে গর্বের বিষয়। এখানেই শেষ নয়, দুবাইয়ের এমিরেটস বিমান সংস্থাও যাত্রীদের জন্য বিমানে ভারতীয় খাবারের আয়োজন করেছে। অর্থাৎ দিওয়ালিতে দুবাইয়ের আনাচে-কানাচেতে ছোঁয়া লেগেছে ভারতীয় সংস্কৃতির।
Diwali celebration in Dubai. Friend has shared this video from Ground Zero. A proud moment Indeed! Happy Diwali to all brother and Sisters of Dubai. pic.twitter.com/JflSGqqsoL
— Prakash Priyadarshi (@priyadarshi108) November 5, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.