সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে থেকেই ভর পেট খেয়েছিলেন, কিন্তু তখনও মেটেনি তাঁর মদের তেষ্টা৷ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের কাছে আরও মদ চেয়েছিলেন আইরিশ মহিলা বিমানযাত্রী৷ স্বভাবতই সুরক্ষার খাতিরে তাঁকে আর মদ দিতে রাজি হননি বিমানকর্মীরা৷ তখন কার্যত বিমানজুড়ে তাণ্ডব চালালেন ওই যাত্রী৷ অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে, বাদ রাখলেন না থুতু ছেটাতে৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই মহিলার কীর্তি৷ ঝড় উঠেছে সমালোচনার৷
[ইজরায়েল ভূখণ্ডে রকেট হামলা হামাসের, পালটা সন্ত্রাসীদের ডেরায় হানা]
জানা গিয়েছে, মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই আইরিশ মহিলা যাত্রী৷ মত্ত অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি৷ মদের নেশায় একজন বিমান কর্মীর কাছ থেকে আরও মদ চান তিনি৷ কিন্তু তাঁকে মদ দিতে রাজি হননি ওই কর্মী৷ প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিমানকর্মীকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন ওই মহিলা যাত্রী৷ তাঁকে বলতে শোনা যায়, “বিজনেস ক্লাসের যাত্রীদের আপনারা এভাবে পরিষেবা দেন? আমি আপনাদের জন্য কাজ করি৷ আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আইনজীবী৷ প্যালেস্টাইনের মানুষদের জন্যও কাজ করেছি আমি৷ আর আপনারা আমাকে এক গ্লাস ওয়াইন দিতে পারবেন না?”
Drunk Irish passenger abuses Air India as she was refused another glass of wine. Passenger allegedly was drunk and that’s why the crew didn’t give her more alcohol and passenger goes on a rant abusing the crew and people of Asia. pic.twitter.com/A0bOkwYrnr
— Nagarjun Dwarakanath (@nagarjund) November 14, 2018
[শ্রীলঙ্কার পার্লামেন্টে পরাজয় রাজাপক্ষের, প্রধানমন্ত্রী পদেই রইলেন বিক্রমসিংহ]
এরপর আরও একটি ভিডিও-তে দেখা যায়, বিমানের পাইলটের দিকে উঠে যাচ্ছেন তিনি এবং খুব কাছ থেকে তাঁর দিকে থুতু ছুঁড়ছেন৷ এখানেই শেষ নয় একাধিকবার বর্ণবিদ্বেষীমূলক বিভিন্ন কটূক্তিও করেন তিনি৷ এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন ওই মহিলা৷ ফলে বিমানের দায়িত্বে থাকা আধিকারিকের নির্দেশেই তাঁকে মদ দেননি বিমানকর্মীরা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, লন্ডনে অবতরণের পরেই এয়ার ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই মত্ত মহিলা যাত্রীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই মহিলা যাত্রীর মাতলামির ভিডিও৷
Irish lady behaves in such an abusive, racist way with @airindiain crew for being refused extra drinks. Very decent AI crew behaviour. Arrested on landing. Wonder if she should have been controlled onboard with handcuffs. @JitiBhargava @Mohan_Rngnathan pic.twitter.com/kSTDmGOEm5
— Tarun Shukla (@shukla_tarun) November 13, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.