Advertisement
Advertisement

Breaking News

Pakistan

দেশটাকে শেষ করে দিল মাদক আর কালাশনিকভ, আক্ষেপ পাকিস্তানের প্রধান বিচারপতির

সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তান, কয়েক দশক ধরে বলে আসছে ভারত।

Drugs and Kalashnikovs have destroyed Countyr Says Chief Justice of Pakistan | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 17, 2024 6:45 pm
  • Updated:January 17, 2024 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তান (Pakistan)। লাদেন, দাউদ, হাফিজ সৈয়দের মতো জঙ্গিদের বরাবর আড়াল করে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। একথা কয়েক দশক ধরে বলে আসছে ভারত। প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে এই অভিযোগ মানতে চায়নি ইসলামাবাদের প্রতিনিধিরা। এবার খোদ পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা মন্তব্য করলেন, মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যে বেজায় অস্বস্তিতে পাক সরকার।

বুধবার পাকিস্তানে নিষিদ্ধ অস্ত্রের রমরমার জেরে একটি নির্দেশিকা জারি করেছে পাক সুপ্রিম কোর্ট। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত। এর পরেই প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসার পর্যবেক্ষণ, “মাদক আর কালাশনিকভ দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না।” ইসা জানেন, এমনকী তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

বুধবার একটি চুরির মামলার শুনানির সময়ে একথা বলেন পাক প্রধান বিচারপতি। ‘চোর’ কাশিফ সমস্ত জিনিসপত্রের সঙ্গে গৃহস্থের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রও চুরি করেছে বলে অভিযোগ। দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান বিচারপতি। এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।

 

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement