Advertisement
Advertisement

Breaking News

Syria

সিরিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ ড্রোন হামলা, মৃত শতাধিক

হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি সিরিয়ার সেনার।

Drone Attack on cadet graduation ceremony at Syrian Military Academy, killed 100। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 6, 2023 2:27 pm
  • Updated:October 6, 2023 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ ড্রোন হামলা। আর তাতে প্রাণ হারালেন শতাধিক মানুষ। আহত দুশোরও বেশি। এই ড্রোন হামলাকে ‘নজিরবিহীন অপরাধ’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিরিয়ার সেনাবাহিনী। 

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম সানা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার হোমস শহরের সেনা প্রশিক্ষণ শিবিরে ড্রোন হামলা হয়। ঘটনার সময়ে ওই সেনা অ্যাকাডেমিতে সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের অনুষ্ঠান চলছিল। সেখানে উচ্চপদস্থ সেনাকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। তাঁদের অনেকেই এই হামলায় নিহত হয়েছেন। রক্ষা পায়নি শিশুরাও। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০০। আহত দুশোরও বেশি। 

[আরও পড়ুন: ইউক্রেনের ক্যাফেতে ‘জঙ্গি’ হামলা রাশিয়ার, মৃত অন্তত ৪৯, আহত বহু]

এর পরে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফেও জানানো হয়, ভয়াবহ এই হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে  ১০০ জন ও আহত হয়েছেন ২৪০ জন। আহতদের চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর সিরিয়ার সেনা একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ”এই ঘটনা নজিরবিহীন অপরাধ। যে সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার পিছনে থাকুক না কেন কাউকে রেয়াত করা হবে না। অপরাধীদের কড়া জবাব দেওয়া হবে।”

[আরও পড়ুন: ‘আপনি উচ্ছিষ্ট, দেশকে উচ্ছন্নে পাঠিয়েছেন’, কানাডাতেই জনতার তোপের মুখে ট্রুডো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement