ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাণে। গুলি ছুঁয়ে গিয়েছে কান। নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলায় আক্রান্ত হওয়ার পরও ট্রাম্পের অনমনীয় মনোভাবের সাক্ষী থাকল বিশ্ব। হামলার পর নিরাপত্তা কর্মীরা তাঁকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। সেই সময়ই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ট্রাম্প বলে চলেছেন, ”ফাইট ফাইট।” বর্ষীয়ান নেতা বুঝিয়ে দিয়ে গেলেন, লড়াই ছাড়তে নারাজ তিনি।
পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প (Donald Trump)। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় বর্ষীয়ান নেতার। বিপদ বুঝে তিনি নিচু হয়ে যান। শোনা যায় গুলির শব্দ। দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। সভাস্থলে ছড়িয়ে যায় আতঙ্ক। ক্রমে তাঁকে ঘিরে ধরেন নিরাপত্তা রক্ষীরা। তাঁরা বেষ্টন করে রাখেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। সেই বেষ্টনীর ভিতর থেকেই মঞ্চ থেকে নামার সময় নাছোড় মনোভাব দেখান ট্রাম্প। কানে জমাট বেঁধে ছিল রক্ত। রক্তের দাগ লেগে মুখেও। কিন্তু এই পরিস্থিতিতেও রিপাবলিকান নেতার শরীরী ভাষায় ছিল আগুনে মেজাজ। মুষ্ঠিবদ্ধ হাত শূন্যে ছুড়ে দিচ্ছিলেন তিনি।
Strong and resilient. He will never stop fighting for America. pic.twitter.com/B9yR3SLQJV
— Margo Martin (@margommartin) July 14, 2024
পরে ট্রাম্প নিজে এদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। লিখেছেন, ‘বুলেট আমার ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে।’ সেই সঙ্গেই সেই মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প জানাচ্ছেন, ‘আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। আমি একটা শব্দও পেয়েছিলাম। বুলেট আমার ত্বক ছুঁয়ে যেতেই বসে পড়ি। খুব রক্ত পড়ছিল। বুঝতে পারছিলাম ঠিক কী ঘটে গিয়েছে।’
হামলার পরে বিমানে নিউ জার্সি আসেন ট্রাম্প। বিমান থেকে নেমে আসার সময় তাঁর শরীরী ভাষা মুগ্ধ করেছে রিপাবলিকান নেতাদের। একজন লিখেছেন, ‘শক্তিশালী ও অনমনীয়। উনি কখনও আমেরিকার হয়ে লড়াই করা ছাড়বেন না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.