ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প শিবিরের ইমেল হ্যাক করেছিল ইরান! এমনই অভিযোগ করেছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচার শিবির। তাদের দাবি, বর্ষীয়ান নেতার রানিং মেট জেডি ভ্যান্সের অভ্যন্তরীণ গবেষণা-সহ প্রচারাভিযানের কিছু নথি গত জুলাই থেকে তাদের মেল করা হয়েছিল এক অজ্ঞাত সূত্র থেকে। তবে অভিযোগের সাপেক্ষে কোনও সরাসরি প্রমাণ পেশ করেনি তারা।
ট্রাম্প শিবিরের মুখপাত্র স্টিভেন চেয়ুং এক বিবৃতিতে বলেছেন, ‘এই নথিগুলি আমেরিকার ‘শত্রু’ বিদেশি উৎস থেকে বেআইনিভাবে জোগাড় করা হয়েছে। যা ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া জুড়ে বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছিল।’
প্রসঙ্গত, গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। আর তার পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর রিপোর্ট। ট্রাম্পকে নাকি খুনের ছক কষছে ইরান! নভেম্বরের নির্বাচনের আগেই নাকি হত্যা করা হতে পারে তাঁকে। এনিয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে সিক্রেট সার্ভিস। যদিও ইরান এনিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে। রাষ্ট্রপুঞ্জে ইরানের ইসলামিক রিপাবলিকের এক মুখপাত্র বলেন, ‘‘আমাদের চোখে ট্রাম্প এক জন অপরাধী। তাঁর নির্দেশে সোলেমানিকে হত্যা করা হয়েছিল। সেই অপরাধের জন্য তিনি শাস্তি পাবেন ঠিকই। কিন্তু সেটা আইনের পথে। বিচারব্যবস্থার মাধ্যমে ট্রাম্পকে শাস্তি দিতেই বদ্ধপরিকর ইরান।”
তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে ইরানের (Iran) সম্পর্ক মোটেই ভালো নয় তা কারও অজানা নয়। এই পরিস্থিতিতে এবার উঠল নয়া অভিযোগ। ইরানের বিদেশমন্ত্রক ও তাদের রাষ্ট্রসংঘের প্রতিনিধি নয়া অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি এখনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.