Advertisement
Advertisement

Breaking News

মঞ্চ থেকে নাটকীয়ভাবে নামানো হল ট্রাম্পকে

দেখুন সেই ভিডিও-

Donald Trump was rushed off stage during his Reno, Nevada campaign rally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2016 12:11 pm
  • Updated:November 6, 2016 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচন৷ শেষ মুহূর্তের প্রচারে তুমুল ব্যস্ত ডেমোক্রেটিক ও রিপাবলিকানের দুই যুযুধান প্রার্থীই৷ কিন্তু শনিবার রাতে নেভাদায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার জোর ধাক্কা খেল৷ বন্দুকবাজের হামলার আশঙ্কায় নাটকীয়ভাবে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল তাঁকে৷

ঘটনাটা কী? তখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প৷ আচমকাই তাঁর বক্তৃতা থেমে যায়৷ সামনে তখন বহু মানুষ, সমর্থকের সমাগম৷ ট্রাম্পকে দেখা গেল ভিড়ের মধ্যে উঁকি মেরে কী যেন একটা দেখার চেষ্টা করছেন৷ আর তারপরেই চূড়ান্ত নাটকীয়ভাবে ট্রাম্পকে ঘিরে ফেললেন নিরাপত্তারক্ষীরা৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল মার্কিন ধনকুবেরকে৷

Advertisement

গোড়ায় এই ঘটনা তেমন বোধগম্য হয়নি৷ পরে জানা যায়, নেভাদার রেনোতে ট্রাম্পের নির্বাচনী প্রচারে কেউ ‘বন্দুক’ ‘বন্দুক’ বলে চিৎকার করে উঠেছিলেন৷ যাকে ঘিরে এই চিৎকার, সেই সন্দেহভাজন মঞ্চের বেশ কাছাকাছিই ছিল৷ ফের বন্দুকবাজের আক্রমণের আশঙ্কায় উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে যায়৷ তবে কোনও অঘটন ঘটে যাওয়ার আগেই রেনো পুলিশ ও সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিয়ে যান৷ অভিযুক্ত ব্যক্তি মাটিতে ফেলে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি অভিযানে অবশ্য কিছুই মেলেনি৷ কিন্তু সাবধানের নেই! পরে এক বিবৃতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় নেভাদা প্রশাসনকে ধন্যবাদ জানান ট্রাম্প৷

দেখুন সেই ভিডিও:

ট্রাম্পের সভা থেকে সন্দেহভাজনকে আটক করে পুলিশ৷ পরে তার ছবিও প্রকাশ করা হয় নেভাদা পুলিশের তরফে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়েও দেওয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি৷  এই সেই ছবি-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement