সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ইজরায়েল-হামাস যুদ্ধ থেকে শুরু করে মার্কিন অর্থনীতি, গর্ভপাত আইন প্রসঙ্গ থেকে কমলার বিরুদ্ধে ট্রাম্পের বর্ণবিদ্বেষী মন্তব্য- নানা বিষয়ই উঠে এসেছিল এই বিতর্কে। যার মধ্যে অন্যতম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর সেই প্রসঙ্গে ট্রাম্পকে হ্যারিসের খোঁচা, ”পুতিন আপনাকে গিলে খেতেন।”
ঠিক কোন প্রসঙ্গে এমন কথা বলেন তিনি। আসলে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্পের দাবি ছিল, তিনি যদি মার্কিন মসনদে থাকতেন তাহলে এতদিনে কিয়েভে পৌঁছে যেতেন পুতিন। আর তার পরই তাঁকে আক্রমণ করেন কমলা হ্যারিস। বলেন, ”পুতিন কিয়েভে বসে থাকতেন এবং তাঁর চোখ থাকত ইউরোপের দিকে। শুরু করতেন পোল্যান্ড দিয়ে। খুব তাড়াতাড়ি আপনাকে হাল ছেড়ে দিতে হত। আপনি বন্ধুত্ব বলে মনে করলেও ওই একনায়ক আপনাকে গিলেই দ্বিপ্রাহরিক খাওয়া সারত।” পাশাপাশি রাশিয়া না ইউক্রেন, কার জয় চান আপনি এপ্রসঙ্গে ট্রাম্প বলেন, ”আমার মনে হয় আমেরিকার সবচেয়ে বড় আগ্রহ থাকবে যুদ্ধ শেষ হওয়া নিয়ে।”
প্রসঙ্গত, এদিন ডিবেট শুরু হলে অনন্য সৌজন্যের নিদর্শন রাখেন কমলা হ্যারিস। নিজেই এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তার পরেই ট্রাম্পকে বিঁধে কমলা বলেন, উনি ক্ষমতায় এলে কোটিপতি এবং বড় ব্যবসায়ীদের করছাড়ের সুযোগ করে দেবেন। নিজের মধ্যবিত্ত পরিবারের কথা মনে করিয়ে দিয়ে কমলা বলেন, “আমজনতার জন্য ট্রাম্পের কোনও পরিকল্পনা নেই।” কমলা সাফ জানান, ট্রাম্পের ‘কীর্তি’ শুধরে নিতেই চার বছর সময় লেগে গিয়েছে ডেমোক্র্যাট সরকারের। নানা বিষয়েই কথা হয় তাঁদের। রীতিমতো আক্রমণাত্মক মেজাজেই ডেমোক্র্যাট নেত্রী চাপে রাখলেন রিপাবলিকান নেতাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.