Advertisement
Advertisement
Donald Trump

চাঁদ নয়, ট্রাম্পের ছায়ায় ঢাকা পড়ল সূর্য! ‘বিরল সূর্যগ্রহণের’ ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সূর্যরূপী বাইডেনকে ঢেকে দিয়ে আমেরিকায় অন্ধকার ডেকে আনবেন ট্রাম্প, যেভাবে গ্রহণের সময় আঁধার নেমে আসে? প্রশ্ন নেটিজেনদের।

Donald Trump uses solar eclipse video for his election campaign

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2024 4:09 pm
  • Updated:April 9, 2024 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদ নয়, ট্রাম্পের (Donald Trump) মুখের ছায়ায় ঢাকা পড়ল সূর্য। বিরলতম সূর্যগ্রহণকে হাতিয়ার করে এভাবেই নির্বাচনী প্রচার সারলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ করে তাঁর দাবি, মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে চলেছে ২০২৪ সালে।

সোমবার অর্থাৎ ৮ এপ্রিল বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা ছিল সূর্য। এতটা সময় ধরে গ্রহণ গত ৫০ বছরেও হয়নি। এই সময়কালের জন্যই এই গ্রহণকে বিরলতম বলেছেন বিজ্ঞানীরা। প্রবল উৎসাহে আমেরিকার (USA) আমজনতা এই গ্রহণের সাক্ষী হয়েছেন। এবার সেই সূর্যগ্রহণকেই নিজের নির্বাচনী প্রচারের হাতিয়ার করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

[আরও পড়ুন: মোসাদের ধাঁচে পাকিস্তানে জঙ্গি নিকেশ! ভারতের বিরুদ্ধে ওঠা অভিযোগে মুখ খুলল আমেরিকা

সোমবার সূর্যগ্রহণ (Solar Eclipse) শেষ হওয়ার পরেই নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওর শুরুতেই দেখা যায় সূর্যগ্রহণের দৃশ্য। বহু মানুষ ভিড় করে গ্রহণ দেখছেন। সঙ্গে লেখা ভেসে ওঠে, “মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে চলেছে ২০২৪ সালে।” এই বার্তার পরেই ধীরে ধীরে পর্দায় ভেসে উঠতে থাকে ট্রাম্পের মুখ। যেভাবে সূর্যগ্রহণের সময়ে চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যায় সূর্য, ঠিক সেই ভাবেই ট্রাম্পের মুখের আড়ালে সূর্য হারিয়ে গিয়েছে। তার পরে ট্রাম্পের বার্তা, “আমরাই আমেরিকাকে রক্ষা করব”।

তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই হাসির রোল নেটদুনিয়ায়। হাজারো কথায় ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। কারোওর মতে, সূর্যরূপী বাইডেনকে ঢেকে দিয়ে আমেরিকায় অন্ধকার ডেকে আনবেন ট্রাম্প, যেভাবে গ্রহণের সময় আঁধার নেমে আসে? আবার কেউ বলেন, গ্রহণ যেমন সাময়িক, ট্রাম্পের উত্থানও সেরকম তাৎক্ষণিক ব্যাপার। উল্লেখ্য, চলতি বছরের শেষেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে কি জিততে পারবেন ট্রাম্প?

[আরও পড়ুন: মাত্র চার মাসে ১১! ফের আমেরিকায় মৃত ভারতীয় পড়ুয়া

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement