Advertisement
Advertisement
Donald Trump

ডলার ব্যবহারে অনীহা দেখালেই ১০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা! ব্রিকসকে হুঁশিয়ারি ট্রাম্পের

৯ সদস্যের ব্রিকসের সদস্য ভারতও।

Donald Trump threatens 100% tariffs on Brics nations

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:December 1, 2024 9:49 am
  • Updated:December 1, 2024 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী জানুয়ারিতে তাঁর শপথগ্রহণ। কিন্তু এখন থেকেই শুরু হয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি দেওয়ার পালা। শনিবার বর্ষীয়ান রিপাবলিকান নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। প্রসঙ্গত, ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও।

ঠিক কী বলেছেন ট্রাম্প? ট্রুথ সোশালে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা ওই দেশগুলির থেকে একটি প্রতিশ্রুতি চাই যে তারা ব্রিকসের জন্য কোনও নতুন মুদ্রার প্রচলন করবে না কিংবা শক্তিশালী মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে অন্য কোনও মুদ্রা ব্যবহার করবে না। করলেই কিন্তু ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। এবং চমৎকার মার্কিন অর্থনীতির সঙ্গে বেচাকেনা করাকে বিদায় জানাতে হবে।’

Advertisement

প্রসঙ্গত, মার্কিন ডলারই বিশ্ববাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। কিন্তু বহু দেশই বার বার অভিযোগ করেছে যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার ‘দাদাগিরি’তে তারা ক্লান্ত। গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে ‘বড় ভুল’ করছে। এবং এর ফলে রাশিয়া ডলারের বিকল্প খুঁজতে শুরুও করে দিয়েছে। এমতাবস্থায় ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট যেন পুতিন-সহ সমস্ত রাষ্ট্রনায়ককেই স্পষ্ট হুঁশিয়ারি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারকে বদলানোর কোনও সুযোগই থাকবে না বাকি দেশগুলির সামনে। অন্যথায় আমেরিকা তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন করবে।

বলে রাখা ভালো ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারতও। বাকিরা হল ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। তুরস্ক, আজারবাইজান এবং মালয়েশিয়া ব্রিকস সদস্য হওয়ার আবেদন জানিয়েছে। আগ্রহ প্রকাশ করেছে আরও বেশ কিছু দেশ। ট্রাম্পের এই হুঁশিয়ারি সকলকেই সন্ত্রস্ত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement