সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু চুক্তি না মানলে ভয়ংকর বোমা হামলা চালানো হবে ইরানে। এবার সরাসরি মধ্যপ্রাচ্যের দেশটিকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা চুক্তি স্বাক্ষর না করলে এমন বোমা হামলা হবে ইরানে, যা এর আগে কেউ প্রত্যক্ষ করেনি। পাশাপাশি বিরাট অঙ্কের শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবারই পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি চিঠি’র জবাব দিয়েছিল ইরান। সেখানে তারা জানিয়েছিল, “আমাদের অবস্থান পরিষ্কার। চাপ ও সামরিক হুমকির আবহে আমরা সরাসরি কোনও আলোচনায় যুক্ত হব না। তবে অতীতের মতোই পরোক্ষ আলোচনা চালানো যেতে পারি।” যদিও রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের দেওয়া কোনও শর্ত নিয়েই কথা বলতে চাননি ট্রাম্প। তিনি সাফ জানান, “তারা যদি পরমাণু চুক্তি না মানতে চায়, তবে এমন বোমা হামলা হবে ইরানে, যা এর আগে কেউ প্রত্যক্ষ করেনি।” এরপর সুর খানিক নরম করে বলেন, “আরও একটা সম্ভাবনা আছে। তারা পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করলে তাদের উপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।”
প্রসঙ্গত, চলতি মাসেই নতুন পরমাণু চুক্তিতে রাজি হওয়ার জন্য ইরানকে দু’মাস সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে পদক্ষেপ না করলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। হোয়াইট হাউস থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে চিঠি পাঠিয়ে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছিল। এর উত্তরে ইরান জানিয়েছিল, “ট্রাম্পের চিঠির বেশির ভাগই হুমকি। তবে এটি কিছু সুযোগও তৈরি করতে পারে। তেহরান দ্রুতই চিঠির জবাব দেবে।” এবার সরাসরি ইরানের উপর বোমা হামলার হুমকি দিয়ে চাপ আরও বাড়ালেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.