Advertisement
Advertisement
ডোনাল্ড ট্রাম্প

‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প

চিকিৎসকদের একটি সভায় এমন ভুল কথা বলে বসেন মার্কিন প্রেসিডেন্ট৷

Donald Trump says, 'the kidney has a very special place in the heart'

ফাইস চিত্র।

Published by: Sayani Sen
  • Posted:July 11, 2019 6:19 pm
  • Updated:July 11, 2019 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবদেহে কিডনি কোথায় থাকে? বিজ্ঞান যাই বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন অন্য কথা৷ তাঁর দাবি, হৃদপিণ্ডে কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই৷ হেসে খুন নেটিজেনরা৷

[ আরও পড়ুন: মনিবকেই ছিঁড়ে খেল ১৮টি সারমেয়! প্রমাণে চোখ কপালে তদন্তকারী]

বুধবার চিকিত্‍সকদের একটি সভায় যোগ দেন ট্রাম্প৷ কিডনির ডায়ালিসিস নিয়ে আলোচনা হয় ওই সভায়৷ তারপর বক্তৃতা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন৷ বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হৃদপিণ্ডে৷’’

Advertisement

[ আরও পড়ুন: যুদ্ধের ক্ষত সারিয়ে দুই কোরিয়াকে ‘এক করতে’ কিমের দেশে ইন-গুক]

এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দিনকয়েক আগে চাঁদ মঙ্গলগ্রহের অংশ বলে দাবি করে টুইট করেছিলেন তিনি৷ নাসা-সহ গোটা বিশ্বই ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখে ঘাবড়ে গিয়েছিল৷ যদিও এই দাবির সত্যতা যে একেবারেই নেই, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই৷ এবার তাঁর কিডনির জন্য হৃদপিণ্ডের বিশেষ জায়গা আছে- এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷শারীরবিজ্ঞানকেই প্রায় গুলিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

[ আরও পড়ুন: সাবধান! কিছুক্ষণের মধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে দেশ]

মার্কিন ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ নেটিজেনরা ট্রাম্পের মন্তব্য শুনে হেসে খুন৷ অনেকেই সন্দেহপ্রকাশ করছেন তবে কি কিডনি এবং হৃদপিণ্ডের দূরত্বও জানেন না ডোনাল্ড ট্রাম্প?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement