Advertisement
Advertisement
Donald Trump

রেস্তরাঁয় সকলকে খাওয়ানোর আশ্বাস দিয়েও বিল না মিটিয়েই কেটে পড়লেন ট্রাম্প!

মায়ামির আদালতে হাজিরা দেওয়ার পর এই 'কাণ্ড' ঘটান তিনি।

Donald Trump promised
Published by: Biswadip Dey
  • Posted:June 18, 2023 2:30 pm
  • Updated:June 18, 2023 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলকে কথা দিয়েছিলেন রেস্তোরাঁয় খাওয়াবেন। কিন্তু তাঁদের খাওয়ার বিলের মূল্য হিসেবে কোনও অর্থ না দিয়েই কেটে পড়লেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! এমনই অভিযোগ উঠল প্রাক্তন মার্কিন (US) প্রেসিডেন্টের বিরুদ্ধে। গত মঙ্গলবার মায়ামির আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। শুনানির পরে সেখান থেকে ফিরে এক রেস্তরাঁয় এই ‘কাণ্ড’ করেন তিনি।

জানা যাচ্ছে, সেদিন ট্রাম্প ওই রেস্তরাঁয় যান। পরের দিনই ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে তাঁর স্টাফ মেম্বারদের বিনামূল্যে রেস্তরাঁয় খাওয়ানোর কথা বলেন তিনি। কিন্তু পরে এক গোপন সূত্র দাবি করে, কোনও টাকাপয়সা না দিয়েই সেখান থেকে সরে পড়েন। বেগতিক দেখে তাঁর সঙ্গে থাকা সকলেই একে একে সেখান থেকে বেরিয়ে যান। কয়েক মিনিটই ট্রাম্প ওই রেস্তরাঁয় ছিলেন বলে জানা গিয়েছে। সকলকে খাবার খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েও এভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ফের রামের নামে হিংসা যোগীরাজ্যে, ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে বেধড়ক মার!]

উল্লেখ্য, গত মঙ্গলবার ফেডেরাল আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ট্রাম্প। উল্লেখ্য,দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আদালতে দাঁড়াচ্ছেন, এই দৃশ্য আমেরিকার ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। দেশের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া, বিচারবিভাগকে বিভ্রান্ত করার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সেই মামলাতেই নিজেকে নির্দোষ বলে দাবি করতে দেখা গিয়েছে তাঁকে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রুজু হয়েছে।

[আরও পড়ুন: ভারতের জেমস বন্ড! অস্ত্র নয়, স্রেফ মুখের কথায় থামান দাঙ্গা, গল্পকেও হার মানায় ডোভালের কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement