সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তাঁর জায়গায় এই ভোটের ময়দানে নেমেছেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। এর মধ্যেই রয়টার্স-ইপসোস পরিচালিত ৩ দিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, এখনও ১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন কমলাই। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি! ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত ৮৭৬ জন ভোটার-সহ ১০২৫ জন প্রাপ্তবয়স্কের মতামত নিয়ে অনলাইন সমীক্ষাটি করা হয়েছিল।
গত সপ্তাহের সোম ও মঙ্গলবার যে সমীক্ষা চালানো হয়েছিল, তাতে আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদের জন্য প্রথম পছন্দ ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। অন্যদিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৪২ শতাংশ ভোটার। রবিবার শেষ হওয়া ৩ দিনের আর একটি সমীক্ষায় দেখা যায়, প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থনে এখনও ৪২ শতাংশের সমর্থন রয়েছে। অন্যদিকে, কমলার দিকে রয়েছে ৪৩ শতাংশের ভোট। অর্থাৎ, এই সপ্তাহের শেষেও এগিয়ে রইলেন কমলাই।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির গড়বেন তিনি। তবে এখনও ‘প্রেসিডেন্ট পদপ্রার্থী’ হিসাবে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করেননি ডেমোক্র্যাটরা। তার জন্য এখনও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। আগস্টের ৭ তারিখ ‘পার্টি কনভেনশনে’ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তাঁর রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হবে।
তবে কূটনীতিকদের মতে, প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন কমলাই। কারণ প্রথমত, বাইডেন নিজে তাঁর নাম প্রস্তাব করেছিলেন। দ্বিতীয়ত, কমলার রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতা। কমলা ছিলেন ক্যালিফোর্নিয়ার প্রথম অশ্বেতাঙ্গ ও প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল। শুধু তা-ই নয়, তিনি আমেরিকার প্রথম অশ্বেতাঙ্গ ও প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও। এবার ডেমোক্র্যাটদের তরফে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষিত হলে আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও অশ্বেতাঙ্গ নারী প্রেসিডেন্ট পদে লড়বেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.