Advertisement
Advertisement
Donald Trump

ক্যাপিটল হিংসার মামলা থেকে মুক্ত নন, আদালতের রায়ে ধাক্কা ট্রাম্পের

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এখনও ‘কাঁটা’ ২০২০ সালের ক্যাপিটল হামলা।

Donald Trump not immune from election subversion charges। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 7, 2024 12:28 pm
  • Updated:February 7, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চূড়ান্ত অস্বস্তিতে ডোনান্ড ট্রাম্প (Donald Trump)। ক্যাপিটল হিলে হিংসার প্ররোচনার অভিযোগ থেকে এখনও মুক্তি পাননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযোগের বিচারপর্ব অব্যাহত থাকতে পারে বলেই জানাল আমেরিকার ‘ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া’র আদালত। এমন রায়ের ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ ট্রাম্প লড়তে পারবেন কিনা তা নিয়ে বিরাট সংশয় দেখা দিয়েছে।

তিন বিচারপতির প্যানেলের কাছে ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য ছিল, প্রাক্তন প্রেসিডেন্টরা ফৌজদারি অভিযোগ থেকে সুরক্ষিত, যদি না তাঁদের ইমপিচ করে অফিস থেকে বহিষ্কৃত করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আদালত জানিয়ে দেয়, এই ধরনের সুরক্ষা ট্রাম্পকে দেওয়া যাবে না।

Advertisement

[আরও পড়ুন: নিম্নমুখী পারদ, ফের শীতের শিরশিরানি বঙ্গে, কবে বদলাবে আবহাওয়া?]

প্রসঙ্গত, ২০২০ সালে বাইডেনের কাছে হেরে ক্ষমতা হারান ট্রাম্প। এর পরই ভোটের ফলাফলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন ট্রাম্প ও তাঁর সমর্থকরা। অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প-সমর্থকরা। সেই ঘটনার জের এখনও চলছে। বেশ কয়েকটি মার্কিন প্রদেশের ঘোষণা, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন ট্রাম্প।

এদিকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসের শেষে নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতেও জয় পান রিপাবলিকান নেতা। কিন্তু একের পর এক জয় পেলেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলে থাকাটা এখনও ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ‘কাঁটা’ তৈরি করে রেখেছে। নতুন করে তিনি ধাক্কা খেলেন মঙ্গলবার।

[আরও পড়ুন: দার্জিলিংয়ের মহিলাকে লাগাতার ধর্ষণ, গরম ডাল ঢেলে সপ্তাহভর শারীরিক অত্যাচার ‘বন্ধু’র!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement