Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে! মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

ট্রাম্প মেনে নিচ্ছেন, অনেকক্ষেত্রেই বঞ্চনার শিকার হতে হয় মহিলাদের।

Donald Trump makes statement about women

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 30, 2025 5:42 pm
  • Updated:March 30, 2025 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে! মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরেই রূপান্তরকামীদের অধিকারে কাঁচি চালিয়েছেন ট্রাম্প। তারপরেই মহিলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর কণ্ঠে।

গত শুক্রবার নিউ জার্সি প্রদেশের অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি হিসাবে আলিনা হাব্বাকে নিয়োগ করেন ট্রাম্প। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন। যেভাবে নিজের প্রশাসনে মহিলাদের এগিয়ে দিচ্ছেন ট্রাম্প, সেই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এক সাংবাদিক। তারপরেই মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন ছুড়ে দেন, ‘পুরুষ এবং মহিলারা আলাদা, সেটা বোঝা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ?’ ওই সাংবাদিক আরও বলেন, “আসলে ডেমোক্র্যাটরা তো এই প্রশ্নের জবাব দিতে পারেন না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম।”

Advertisement

প্রশ্ন শুনেই ট্রাম্প বলেন, এর উত্তর দেওয়া খুব সহজ। মার্কিন প্রেসিডেন্টের মতে, “মহিলারা এমন মানুষ, যিনি যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারেন। তাঁর মধ্যে ভারসাম্য রয়েছে। পুরুষদের তুলনায় মহিলাদের বুদ্ধি অনেক বেশি বলেই লক্ষ্য করেছি আমি।” মুচকি হেসে ট্রাম্পের দাবি, পুরুষদের সফল হওয়ার সুযোগই দেন না মহিলারা। তবে ট্রাম্প মেনে নিচ্ছেন, অনেকক্ষেত্রেই বঞ্চনার শিকার হতে হয় মহিলাদের। রুপান্তরকামীদেরকে মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় নামার অধিকার দেওয়াও নারীদের অপমান করা, এমনটাই মনে করেন ট্রাম্প।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন, আমেরিকায় থাকবে দুটি লিঙ্গই। শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর আদেশে পাসপোর্ট নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছেন মার্কিন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। শুধু তাই-ই নয়, যাঁরা রূপান্তরকামী বা রূপান্তরিত, তাঁদের ক্ষেত্রে আরও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সঙ্গে আদেশনামায় সই করে জানানো হয়, এবার থেকে রূপান্তরকামীরা আর অংশ নিতে পারবেন না মহিলাদের খেলায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement