Advertisement
Advertisement

প্রবল গরমে রানি এলিজাবেথকে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প, নিন্দায় মুখর ব্রিটেন

উইনস্টন চার্চিলের বিখ্যাত আরামকেদারায় বসে ছবিও তোলেন ট্রাম্প৷

Donald Trump makes Queen Elizabeth wait, UK fumes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 1:16 pm
  • Updated:July 14, 2018 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত অন্যদেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটেন সফরে গেল অবশ্যই রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ব্রিটেনের রানি বলে কথা৷ নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই যেকোনও রাষ্ট্রপ্রধান রানীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোনও নিময় বা প্রটোকলই যে গ্রাহ্য হবে না তা সর্বজনবিদিত৷ সমস্ত নিয়ম ভেঙে, বিতর্কের মধ্যে থাকাই যাঁর একমাত্র লক্ষ্য, এবারেও তার অন্যথা হতে দিলেন না ট্রাম্প৷

চারদিনের ব্রিটেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া৷ শুক্রবার উইন্ডসোর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁরা৷ তবে সাক্ষাৎপর্বের শুরু থেকেই নিময় বিরুদ্ধ কাজ করতে শুরু করেন একরোখা মেজাজের ট্রাম্প৷ ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রবল গরমের মধ্যে ৯২ বছরের রানি এলিজাবেথকে ঠাঁয় দাঁড় করিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে,  ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর জন্য একটি ছাতার তলায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন ব্রিটেনের রানি৷ প্রায় দশ মিনিট দেড়িতে কালো রেঞ্জ রোভার গাড়ি চড়ে সেখানে গিয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া৷ এখানেই শেষ নয়, উইন্ডসোর ক্যাসেলের বিশেষ সেনা বাহিনীর সঙ্গে পরিচয় পর্বেও নিজের বিতর্কিত চারিত্রিক বৈশিষ্ট বজায় রাখেন ট্রাম্প৷ একসঙ্গে হাঁটার বদলে বেশিরভাগ সময়টাই তাঁকে দেখা গিয়েছে রানি এলিজাবেথ ও মেলানিয়ার থেকে দু’কদম করে এগিয়ে থাকতে। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক৷ মার্কিন প্রেসিডেন্টকে কার্যত তুলোধনা করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম৷

কেবল রানির সঙ্গে সাক্ষাৎপর্বে বিতর্ক সৃষ্টি করেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। এরপর তিনি করেন আরও ভয়ঙ্কর কাজ। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত আরামকেদারায় বসে ছবি তোলেন তিনি৷ যা নিয়ে, ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের বহু রাজনীতিবিদ৷ মার্কিন প্রেসিডেন্টের এই সফর ঘিরে প্রথম থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ব্রিটেন৷ একাধিক স্থানে চলছে বিক্ষোভ, আন্দোলন৷ যা প্রতিহত করতে হচ্ছে প্রশাসনকে৷ এই বিক্ষোভ আরও তীব্রতর হয়েছে প্রাক্তন যুবরানি ডায়না ও বর্তমান যুবরানি কেট সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টে করা কিছু কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে আসতেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement