Advertisement
Advertisement
Donald Trump

প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ফুরফুরে মেজাজে ট্রাম্প, ম্যাকডোনাল্ডসে ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই

রেস্তরাঁ থেকে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে আক্রমণ শানাতেও ছাড়েননি ট্রাম্প।

Donald Trump makes fries at McDonald's
Published by: Amit Kumar Das
  • Posted:October 21, 2024 4:35 pm
  • Updated:October 21, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আর সপ্তাহ দুয়েক বাকি। দেশের কোনায় কোনায় গিয়ে প্রচারপর্ব প্রায় সেরে ফেলেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। নির্বাচনের প্রাক্কালে এবার মার্কিন নাগরিকদের কাছে ‘স্বর্গ’ হিসেবে পরিচিত ফাস্ট ফুড রেস্তরাঁয় ফুরফুরে মেজাজে ধরা দিলেন তিনি। অ্যাপ্রোন পরে ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই। এখান থেকেই আক্রমণ শানালেন প্রতিপক্ষ কমলা হ্যারিসকে।

রেস্তরাঁয় রান্নারত ট্রাম্পের সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসে ফাস্ট ফুড সেন্টারে উপস্থিত হয়েছেন ট্রাম্প। সেখানে পৌঁছেই পরনের স্যুট খুলে ফেলেন তিনি। এর পর হলুদ-কালো রঙের অ্যাপ্রোন গায়ে চড়িয়ে কর্মীদের সঙ্গে লেগে পড়েন ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে। রান্নাবান্না সারার পর জানালা গিয়ে মুখ গলিয়ে সেই ফ্রেঞ্চ ফ্রাই তিনি তুলে দেন সমর্থকদের হাতে। ট্রাম্পকে দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে যায় সেখানে। এর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে এই কাজ করেছি। খুব মজা করেছি।’

Advertisement

তবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার মাঝে রাজনৈতিক লড়াইও ব্রাত্য ছিল না ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে। সম্প্রতি কমলা হ্যারিস দাবি করেছিলেন, ১৯৮০ সালে কলেজে পড়াকালীন ক্যালিফোর্নিয়ায় ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন তিনি। তাঁর এমন দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন ট্রাম্প। জানান, নির্বাচনের সপ্তাহদুয়েক আগে কমলাকে ধাক্কা দিতেই ম্যাকডোনাল্ডসে উপস্থিত হয়েছেন তিনি। এর পরই তাঁর দাবি, রেস্তরাঁয় কমলার চেয়ে ১৫ মিনিট বেশি কাজ করেছেন তিনি।

অন্যদিকে রবিবার ছিল কমলা হ্যারিসের জন্মদিন। বিশেষ এই দিনে জর্জিয়ার এক চার্চে উপস্থিত হতে দেখা যায় হ্যারিসকে। সেখানে ট্রাম্পের নাম না করেই তিনি বলেন, কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ, ঘৃণা ও ভয়ের বীজ বপন করার চেষ্টা করছে। দেশের ভবিষ্যৎকে মাথায় রেখে তিনি জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। এদিকে ম্যাকডোনাল্ডসে হ্যারিসের জন্মদিন উপলক্ষে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুভ জন্মদিন কমলা। আমার মনে হয় ওঁর জন্য ফুল নিয়ে যাওয়া উচিৎ।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement