সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ভারতে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প! কোয়াডের রাষ্ট্রনেতাদের সম্মেলনে তিনিই আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিনা আগ্রাসন রুখতে ভারতকে বাদ দিয়েই ‘স্কোয়াড’ জোট গড়েছিল আমেরিকা। কিন্তু ট্রাম্প কোয়াড বৈঠকে যোগ দিলে বোঝা যাবে, কোয়াডের প্রাসঙ্গিকতা বাড়ছে। ‘ড্রাগন’ বধে নয়াদিল্লিকে সঙ্গে নিয়েই এগোতে চাইছেন ট্রাম্প।
আগামী বছর ভারতে আয়োজিত হবে কোয়াডের শীর্ষ সম্মেলন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনেতাদের সূচির সমস্যার কারণে তা নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল। সেই কারণেই আগামী বছরের কোয়াড সম্মেলন ভারতে আয়োজন করা হবে। সূত্রের খবর, ওই সম্মেলনে ট্রাম্পই আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তবে আগামী বছরের ঠিক কোন সময়ে কোয়াড সম্মেলন হবে, তার দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। কোভিড অতিমারীর পর থেকে কখনও মে মাসে, কখনও সেপ্টেম্বর মাসে এই সম্মেলন হয়।
উল্লেখ্য, চলতি বছরেই মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নেতৃত্বে গঠন করা হয়েছে স্কোয়াড। এই জোটে আমেরিকার সঙ্গে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্স। কিন্তু ভারতের জায়গা হয়নি এই জোটে। বিশ্লেষকদের ধারণা ছিল, কোনওদিন যদি চিন ও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় আমেরিকা, তাহলে ভারত কতটা পাশে থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহেও মস্কোর পাশে রয়েছে দিল্লি। যা খুব একটা ভালো নজরে দেখে না ওয়াশিংটন। তাই চিনা আগ্রাসন রোখার ‘যুদ্ধে’ ভারতকে বাদ দিয়েই এগোতে চেয়েছে স্কোয়াড।
কিন্তু বাইডেনের এই নীতিকে বিশেষ পাত্তা দেবেন না ট্রাম্প, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ ট্রাম্প বরাবরই চিনের প্রবল বিরোধী। সেই সঙ্গে ট্রাম্পের বিশ্বাস, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ড্রাগনের আগ্রাসন রুখতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই ভারতে আয়োজিত কোয়াড বৈঠকে হাজির থাকতে চাইবেন সদ্য নির্বাচিত ট্রাম্প। তিনি ভারতে এলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে, চিনকে রুখতে নয়াদিল্লির উপরেই আস্থা রাখছে আমেরিকা। প্রাসঙ্গিকতা ফিরে পাবে ভারত-সহ চার দেশের কোয়াড জোট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.