সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠককে ঘিরে সাজসাজ রব সমগ্র সিঙ্গাপুরে৷ কেবল নাগরিকরাই নন, উত্তেজনায় ফুটছেন সিঙ্গাপুরের প্রশাসনিক কর্তারাও৷ যুযুধান দুই রাষ্ট্রপ্রধানের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখতে চায়না সিঙ্গাপুরের প্রশাসনিক কর্তারা৷ বৈঠকের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনের সঙ্গে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হাসেন লুঙ্গ৷ নির্দিষ্ট দিনের আগেই পালন করা হল মার্কিন প্রেসিডেন্টের জন্মদিন৷ দেশের প্রেসিডেন্ট হালিমা ইয়াকোবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷
Celebrating birthday, a bit early. pic.twitter.com/laVLNs7J2j
— Vivian Balakrishnan (@VivianBala) June 11, 2018
[রমজান মাসে একের পর এক তালিবান হানা, আতঙ্ক আফগানিস্তানে]
১২ জুনের বৈঠককে কেন্দ্র করে গতকালই সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান৷ তারপর সোমবার সকাল থেকেই সিঙ্গাপুরের প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক সারছেন দুই রাষ্ট্রপ্রধান৷ প্রথমে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হাসেন লুঙ্গ৷ সেখানে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে৷ তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি৷ এরপর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, বৈঠকের শুরুতেই সিঙ্গাপুরের আতিথেয়তার ঢালাও প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এরপর একসঙ্গে দুপুরের খাওয়া সারেন দুই রাষ্ট্রপ্রধান৷ আগামী ১৪ জুন ৭২ বছরে পা রাখবেন ট্রাম্প৷ তবে এই বৈঠকেই তাঁর জন্মদিন পালন করা হয়৷ সেই ছবি ইতিমধ্যে টুইটারে পোস্টও করেছেন সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণণ৷ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বলটন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ সেন্ডার ও হোয়াইট হাউস চিফ জন কেলি৷
[ভাঙল বাকিংহাম প্যালেসের রীতি, পাগড়ি পরেই মহড়া সারলেন শিখ জওয়ান]
এরপর, সপারিষদ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকোবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ আগামি নভেম্বর মাসে আবারও মার্কিন প্রেসিডেন্টকে সিঙ্গাপুরে আমন্ত্রণ জানান সিঙ্গাপুরের প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে, সেই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে৷ দুই, রাষ্ট্রপ্রধানের বৈঠকের আগে সোমবার সিঙ্গাপুরের বিলাসবহুল দি রিতজ-কার্লটন হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করলেন আমেরিকা ও উত্তর কোরিয়ার শীর্ষ আধিকারিকরা৷ আগামিকালের গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে৷ বৈঠকে আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করেন সাঙ্গ কিম এবং উত্তর কোরিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন চোই সন হুই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.