Advertisement
Advertisement

‘ইমপিচ’ করা হল ট্রাম্পকে, এবার সেনেটে ভাগ্যপরীক্ষা মার্কিন প্রেসিডেন্টের

এবার সেনেটে ট্রায়ালের সম্মুখীন হতে হবে তাঁকে৷

Donald Trump impeached by US House of Representatives
Published by: Monishankar Choudhury
  • Posted:December 19, 2019 9:59 am
  • Updated:December 19, 2019 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে ইমপিচ করা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ বুধবার ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ভোটাভুটিতে ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে সায় দেন অধিকাংশ সদস্য।

এদিন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে ২৩০টি৷ বিপক্ষে ভোট পড়েছে ১৯৭টি৷ দ্বিতীয় অভিযোগে ইমপিচমেন্টের পক্ষে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮। এবার, আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে ট্রাম্পকে সেনেটে ট্রায়ালের সম্মুখীন হতে হবে৷ তবে সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রেসিডেন্ট পদ হারাতে হবে না তাঁকে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন হাউসের জুডিশিয়ারি কমিটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুমোদিত হয়। পাশাপাশি দ্বিতীয় অভিযোগ, অর্থাৎ কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করার বিষয়টিও অনুমোদন পায়।

Advertisement

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। ফলে এই হাউজে সহজেই প্রেসিডেন্টকে ইমপিচ বা অপসারণ করার প্রস্তাব পাশ হবে তা জানাই ছিল। কিন্তু সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই মুহূর্তে ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব মারাত্মক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, গত কাল হাউসের স্পিকার তথা ডেমোক্র্যাটিক নেত্রী ন্যান্সি পেলোসিকে একটি ছ’পাতার চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠির ছত্রে ছত্রে হাউসের ডেমোক্র্যাট সদস্যদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। সেখানে ইমপিচমেন্ট পদ্ধতিকেই তিনি ‘অভ্যুত্থানের চেষ্টা’ এবং ‘বিকৃত বিচার’ বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসেরই এক নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে ওই চিঠিটি লেখার প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। চিঠি লিখতে নিয়েছেন নিজের আইনজীবীদের পরামর্শও। তবে চিঠিতেই ট্রাম্প কার্যত স্বীকার করে নিয়েছেন, ইমপিচমেন্ট ভোটাভুটি প্রক্রিয়া এখন আটকানো যাবে না।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে খারিজ চিনের কাশ্মীর প্রস্তাব, বেজায় চটলেন ইমরান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement