সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন নির্বাচনের আবহে আবারও উসকে গেল ‘গারবেজ’ বিতর্ক। এবার আবর্জনা বহনকারী ট্রাক চালালেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে সম্মান জানিয়েই আবর্জনার ট্রাক চালিয়েছেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
‘গারবেজ’ বিতর্কের সূত্রপাত বাইডেনের একটি মন্তব্য থেকে। দিনকয়েক আগে ডোনাল্ড ট্রাম্পের সভার সঞ্চালক টোনি হিঞ্চক্লিফ মার্কিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার স্তূপ’ বলে বসেন। সেই মন্তব্যের পালটা দিতে গিয়ে আরও বিতর্ক বাঁধান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার তো মনে হয় ওঁর সমর্থকরাই আসলে আবর্জনা।” তাতেই রিপাবলিকান সমর্থকরা ধরে নেন, তাঁদের কটাক্ষ করেই মন্তব্য করেছেন বাইডেন। পরে অবশ্য হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প নয়, হিঞ্চক্লিফের সমর্থকদের জন্য ওই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই ঘটনা নিয়ে পরে সাফাই দিতে হয় বাইডেনকেও। নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভ্যানিয়াতে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা। সেখানেও বাইডেনের মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। কমলা অবশ্য গোটা বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। এহেন পরিস্থিতিতে স্বভাবোচিত ভঙ্গিতেই ‘গারবেজ’ বিতর্ক আরও উসকে দিয়েছেন ট্রাম্প।
বুধবার দেখা যায়, নিজের বিমান থেকে নেমে সোজা একটি গারবেজ ট্রাকে চেপেছেন রিপাবলিকান প্রার্থী। আবর্জনা বহনকারী ট্রাকের স্টিয়ারিংও দেখা যায় তাঁর। ট্রাম্প বলেন, “আমার গারবেজ ট্রাক কেমন লাগল আপনাদের? আসলে এই ট্রাকটা বাইডেন এবং কমলাকে সম্মান জানিয়েই এনেছি।” ওই ট্রাকে বসেই সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন ট্রাম্প। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.