সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন বিতর্কের মধ্যমণি নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ শুক্রবার একটি আদেশ জারি করে আমেরিকায় শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন তিনি৷ একই সঙ্গে সাতটি মুসলিম রাষ্ট্র থেকে আশা জনতার উপর কড়া বিধিনিষেধ জারি করল হোয়াইট হাউস৷ এই আদেশের মাধ্যমে বিশেষ করে সিরিয়া থেকে আশা শরণার্থীদের উপর অনির্দিষ্ট কালের জন্য নিশেধাজ্ঞা জারি করা হল৷ পাশাপাশি ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হল৷
বিতর্কিত আদেশটি জারি করার পর পেন্টাগন থেকে ট্রাম্প বলেন, ইসলামিক জঙ্গিদের আমেরিকা থেকে দুরে রাখতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে৷ মার্কিন যুক্ত রাষ্ট্রে ইসলামিক জঙ্গিদের কোনও জায়গা নেই৷ যাঁরা এই দেশ কে ভালবাসে ও সমর্থন করে শুধু তাঁরাই এখানে প্রবেশ করতে পারেন৷
প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বড়সড় প্রশাসনিক পদক্ষেপ৷ ভোটের প্রচারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভোটে জিতলে আমেরিকায় মুসলিমদের প্রবেশ তিনি বন্ধ করে দেবেন৷ ভোটে জিতে হোয়াইট হাউসের দখল নিয়েছেন ট্রাম্প৷ আর প্রশাসনিক ক্ষমতা হাতে পাওয়ার পরই নিলেন এই বড়সড় পদক্ষেপ৷
ইতিমধ্যে, মার্কিন প্রেসিডেন্টের এই আদেশে বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন৷ সিরিয়া-সহ মধ্য প্রাচ্য ও আফ্রিকা থেকে আশা শরণার্থীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তিনি বলেন, আমেরিকা অভিবাসীদের দেশ৷ আর এটা নিয়ে প্রত্যেক মার্কিন নাগরিকের গর্ব করা উচিত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.