Advertisement
Advertisement
Donald Trump

নির্বাচনে জিতলে কি নিস্তার পাবেন ট্রাম্প? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ কী

ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত ওয়াকিবহাল মহলে।

'Donald Trump can't be saved by presidential pardon', says Indian-American lawyer। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2023 2:18 pm
  • Updated:April 5, 2023 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার গ্রেপ্তার হতে হয়েছে প্রাক্তন মার্কিন (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। যদিও গ্রেপ্তারির কিছুক্ষণ পরে তিনি ছাড়া পেয়ে গিয়েছেন। কিন্তু ৩৪টি অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা অব্যাহত ওয়াকিবহাল মহলে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন রবি বাটরা নামের এক ভারতীয়-মার্কিন অ্যাটর্নি। তাঁর কথায়, ”এই মামলা যদি দু’বছরেরও বেশি সময় ধরে চলে তাহলে খুব একটা অস্বাভাবিক কিছু হবে না। অর্থাৎ ২০২৪ সালে যখন নির্বাচন হবে, তখনও মামলাটির নিষ্পত্তি হবে না। এমনকী নির্বাচনের আগে এটার নিষ্পত্তি ঘটানোর চেষ্টাও হয়তো করা হবে না।” ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ, তা বেশ গুরুতর বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী! রাজ্যকে কেন্দ্রের সাহায্য নেওয়ার নির্দেশ হাই কোর্টের]

কিন্তু যদি নির্বাচনে জিতে ফের মার্কিন প্রেসিডেন্ট হন ট্রাম্প, তাহলে কি অব্যাহতি পেতে পারেন তিনি? সেই সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন রবি। তিনি জানাচ্ছেন, ”ধরে নেওয়া যাক তিনি জিতেই গেলেন, সেক্ষেত্রে হয়তো সাজাপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে। কিন্তু অব্যাহতি তিনি পাবেন না। তিনি নিজেকে অব্যাহতি দিতে পারবেন না। এমনকী, অন্য কেউও তাঁকে অব্যাহতি দিতে পারবেন না।” তাঁর ব্যাখ্যা, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ ‘স্টেট ক্রাইমে’র পর্যায়ে পড়ে। সেক্ষেত্রে একমাত্র কোনও স্টেট গভর্নর তাঁকে অব্যাহতি দিতে পারেন।

যদি মামলাটি ফেডেরাল কোর্টে উঠত, সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে ট্রাম্পকে অব্যাহতি দিতে পারতেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। ফলে ট্রাম্পের অব্যাহতির পাওয়ার সম্ভাবনাও প্রায় নেই, যদি শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হন। কেননা যে প্রদেশে এটা বিচার্য হবে, সেখানে রিপাবলিকান কোনও গভর্নর থাকবেন না। ফলে ট্রাম্পের ছাড় পাওয়ার কোনও সম্ভাবনা নেই। 

[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক মানসিকতা’, রামনবমীতে ‘মুসলিমদের উপরে হামলা’ নিয়ে ইসলামিক সংগঠনকে জবাব ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement