সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগে ফের মার্কিন আদালতে ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আগেই অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছিল ওয়াশিংটনের (Washington) আদালত। এবার একই অভিযোগ আনল জর্জিয়া (Georgia) প্রদেশও। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে কারচুপি করে জিততে চেয়েছিলেন মার্কিন ধনকুবের। প্রসঙ্গত, আমেরিকার (USA) প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ভোটে জর্জিয়ার আসন ট্রাম্পের হাতছাড়া হয়।
চলতি বছরেই তিনটি মামলায় অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। সোমবার একই ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয়বার প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করল আদালত। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরাও। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা।
প্রসঙ্গত, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই নিজেকে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তারপরেই একের পর এক মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। পর্নস্টারকে ঘুষ দেওয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাসভবনে সরিয়ে ফেলার মতো অভিযোগ উঠেছে। কয়েকদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। যদিও সব মামলাতেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ওয়াশিংটনের আদালতে নির্বাচনে কারচুপির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। ১) মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণার চক্রান্ত। ২) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়ার চক্রান্ত। ৩) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়া ও বাধা দেওয়ার চেষ্টা। ৪) অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। জর্জিয়ার আদালতেই প্রায় একই অভিযোগ উঠেছে। এত অভিযোগের বোঝা মাথায় নিয়ে কীভাবে লড়বেন ট্রাম্প, তা নিয়ে সরগরম আমেরিকার রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.