Advertisement
Advertisement

Breaking News

Mehul Choksi

ডোমিনিকায় ‘নিষিদ্ধ অভিবাসী’ মেহুল চোকসি, ভারতে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা?

চোকসিকে অ্যান্টিগা নাকি ভারত, কোথায় ফেরত পাঠানো হবে? বাড়ছে জল্পনা।

Dominica declares Mehul Choksi prohibited immigrant । Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 10, 2021 12:17 pm
  • Updated:June 10, 2021 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে ফেরার হীরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)! এবার তাঁকে ‘নিষিদ্ধ অভিবাসী’র তকমা দিল ডোমিনিকা(Dominica)।  ‘স্বদেশে’ ফেরত পাঠানোরও নির্দেশ দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। কিন্ত অ্যান্টিগা নাকি ভারত, চোকসিকে কোথায় ফেরত পাঠানো হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে সে দেশের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারেট ফেরার হীরে ব্যবসায়ীকে ‘ভারতীয় নাগরিক’ বলে উল্লেখ করেছিলেন, ফলে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে বলে জল্পনা বাড়ছে।

ডোমিনিকার জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, দেশের নিয়ম অনুযায়ী মেহুল চোকসিকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করা হল। এদিকে সেই দেশের মন্ত্রী রেবার্ন ব্ল্যাকমুরের স্বাক্ষর করা নির্দেশিকা বলছে, চোকসিকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ করুক পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার সেই নির্দেশিকা ডোমিনিকার আদালতে পেশ করা হবে। যেখানে চোকসির প্রত্যর্পণের মামলা চলছে। এদিকে ডোমিনিকা সরকারের এই ঘোষণার পর বিপদ বাড়ল চোকসির। কারণ, এতদিন তাঁর যুক্তি ছিল, এই গ্রেপ্তারি বেআইনি। কারণ মেহুলকে আদালত ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করেনি। এবার সেই কাজটাই সেরে ফেলল সে দেশের সরকার।

Advertisement

[আরও পড়ুন: চিনা টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত কয়েক হাজার! WHO’র ছাড়পত্র ঘিরে প্রশ্ন]

ডোমিনিকার এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর একাধিক প্রশ্ন উঠছে। যেমন মেহুল চোকসি কোন দেশের বাসিন্দা, ভারত নাকি অ্যান্টিগা? কোন দেশে তাঁকে ফেরত পাঠানো হবে? এমন পরিস্থিতিতে ভারতের আশা বাড়িয়েছে ডোমিনিকার প্রধানমন্ত্রীর বক্তব্য। ক্যারিবিয়ান দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, “ওই ভারতীয় নাগরিকের বিষয়টি আপাতত বিচারাধীন। ওই ভদ্রলোকের সঙ্গে কী হবে তা আদালত বিচার করবে। এবং আমরা বিষয়টি কোর্টের উপর ছেড়ে দিয়েছি। তাঁর (মেহুল চোকসি) অধিকারের প্রতি সম্মান দেখিয়েই বিষয়টি বিচার করবে আদালত।” তবে কি সরাসরি ভারতেই ফেরত পাঠানো হবে তাঁকে, বাড়ছে জল্পনা। যদিও ওয়াকিবহাল মহলের আরেকটি অংশের দাবি, ভারত নয় অ্যান্টিগায় পাঠানো হবে চোকসিকে। কারণ তাকে নাগরিকত্ব দিয়েছে সে দেশ। চোকসির ভবিষ্যৎ কী হবে তা বৃহস্পতিবারই ডোমিনিকার আদালতে স্পষ্ট হয়ে যাবে বলে দাবি ওয়াকিবহাল মহলের। 

[আরও পড়ুন: এবার সু কি’র বিরুদ্ধে জমি দুর্নীতির মামলা, হতে পারে ১৫ বছরের জেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement