সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মার্কিন মুলুকে ভোটের ফাইনাল কাউন্টডাউন। উৎসাহী বিনোয়োগকারীদের বড় অংশ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপরে বাজি ধরেছিলেন। যদিও সময় যত গড়াচ্ছে, তত হাড্ডাহাড্ডি হচ্ছে লড়াই। ট্রাম্পকে পিছনে ফেলে দিচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ট্রাম্পের হেরে যেতে পারেন, এই সম্ভাবনা তৈরি হতেই দাম পড়ল ডলারের। অন্যদিকে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা আপাতত স্থগিত রাখল।
দুর্বল মার্কিন অর্থনীতি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ভেবে নতুন স্বপ্ন দেখছিল। বেকারত্ব, মহামারীর পর থেকে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগে ভোগা বাজারের বড় অংশ রিপাবলিকান প্রার্থীর জয় চাইছিল। যদিও ৪৭টি রাজ্যের ‘আর্লি ভোটে’র খবর ছড়িয়ে পড়তেই শঙ্কিত বিনিয়োগকারীদের বড় অংশ। সেই আশঙ্কার জেরে, ভোটের দৌড়ে ট্রাম্প পিছিয়ে পড়তেই ডলারের দামে পতন শুরু হয়েছে। অন্যদিকে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাতিল করেছে।
প্রসঙ্গত, ৪৭ রাজ্যে ‘আর্লি ভোট’ ভোট শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর। সমীক্ষা জানাচ্ছে, কাঁটায়-কাঁটায় টক্কর চলছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে। নির্ণায়ক ভোট ৫ নভেম্বর। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ভোটদান চলবে। ১১ ডিসেম্বর ভোট দেবে ইলেক্টোরাল কলেজ। নির্বাচন হবে সেনেটের ৩৪ আসনে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনেও। নতুন কংগ্রেসের শপথ ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি আমেরিকান কংগ্রেসের সামনে ইলেক্টোরাল ভোটের গণনা। নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি, ২০২৫।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.