সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের যুবরানি ছিলেন তিনি। কিন্তু, তাঁর কাজকর্ম একেবারেই ‘যুবরানি সুলভ’ ছিল না। রাজপরিবারের কঠোর অনুশাসন মেনে নেননি তিনি। তাই মৃত্যুর ২০ বছর পরও যুবরানি ডায়নাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। যুবরাজ চার্লসের সঙ্গে দাম্পত্য কেমন ছিল, কার কার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি, এসব প্রশ্নের উত্তর জানতে আজও সমান উৎসুক অনুরাগীরা। আর এবার ব্রিটেনের রাজ পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই যুবরানি ডায়নার ব্যক্তিগত জীবন নিয়ে একটি তথ্যচিত্র সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের এক চ্যানেল। ওই চ্যানেলের দাবি, তথ্যচিত্রে চার্লসের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন, এমনকী যৌন জীবন নিয়েও খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন যুবরানি ডায়না স্বয়ং।
[‘রাজপরিবারের নির্দেশেই ডায়নাকে খুন করেছি’!]
এই আগস্টেই ব্রিটেনের যুবরানি ডায়নার ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। আর তার ঠিক আগেই ডায়নার ব্যক্তিগত জীবনে নানা অজানা তথ্যের পর্দা ফাঁস হতে চলেছে। আগামী রবিরার ব্রিটেনের এক চ্যানেলে ‘Diana: In her Own Words’ নামে একটি তথ্যচিত্র সম্প্রচারিত হবে। চ্যানেল কর্তৃপক্ষের দাবি, এই তথ্যচিত্রে নিজের দাম্পত্য ও যৌন জীবন নিয়ে নানা অজানা তথ্যের হদিশ দিয়েছে ডায়না স্বয়ং। জানা গিয়েছে, ১৯৯২ ও ১৯৯৩ সালে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়। যখন যুবরাজ চার্লস ও যুবরানি ডায়নার দাম্পত্যজীবনে চূড়ান্ত টানাপোড়েন চলছিল। ২০০৪ সালে আমেরিকায় তথ্যচিত্রের কিছুটা অংশ দেখানো হয়েছিল। তবে ব্রিটেনের প্রথমবার এই তথ্যচিত্রটি সম্প্রচারিত হবে। স্বাভাবিকভাবেই ‘Diana: In her Own Words’ নিয়ে রানির দেশের এখন আগ্রহ তুঙ্গে। তথ্যচিত্রটি ঘিরে চলছে নানা জল্পনা। স্থানীয় একটি সংবাদপত্র তো এই তথ্যচিত্র সংক্রান্ত খবরের হেডলাইন-ই করে ফেলেছে, ‘দাম্পত্য জীবনের শেষ সাত বছর ডায়না ও তার স্বামী চার্লসের মধ্যে কোনও যৌন সম্পর্ক ছিল না।’ শোনা যাচ্ছে, তথ্যচিত্রে ডায়না নাকি বলেছেন, তাঁকে নিয়ে নয়, বরং রাজপরিবারের আইনি কাজকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকতেন যুবরাজ চার্লস। বিয়ের আগে মাত্র ১৩ বার একান্তে সময় কাটিয়েছিলেন তাঁরা।
[এবার ডায়নার জীবনের অজানা তথ্য সামনে আনবেন তাঁর ছেলেরাই]
যুবরানি ডায়নার এহেন খোলামোলা স্বীকারোক্তি জনসমক্ষে আনা নিয়ে ব্রিটেন রাজপরিবার যে আপত্তি তুলবে, তা তো বলাই বাহুল্য। কিন্তু, এই তথ্যচিত্রটি সম্প্রচারিত হলে, ডায়নার দুই ছেলে যুবরাজ উইলিয়াম ও যুবরাজ হ্যারির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন প্রাক্তন যুবরানির ভাই আর্ল স্পেনসারও। চ্যানেল কর্তৃপক্ষকে তথ্যচিত্রটি সম্প্রচার না করার অনুরোধও জানিয়েছিলেন তিনি। যদিও সেই অনুরোধ রাখেনি চ্যানেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তথ্যচিত্রে বিষয়বস্তু একান্ত ব্যক্তিগত। কিন্তু, তথ্যচিত্রে যে বিষয়গুলি উঠে এসেছে, তা জনগণের জানা দরকার। এই তথ্যচিত্র থেকে ডায়নার জীবনের বহু অজানা তথ্য জানতে পারবেন তাঁর অনুরাগীরা।
[ভিন গ্রহের প্রাণী তাড়াবেন? নাসা দেবে চাকরি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.