Advertisement
Advertisement

সাফারি পার্কে নেমে বাঘের পেটে মহিলা

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

Disturbing video shows tiger attacking tourist at safari park; woman killed during rescue attempt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 11:02 am
  • Updated:July 26, 2016 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফারি পার্কে নামার যে নিয়ম নেই, তা বোধহয় জানা ছিল না তাঁর৷ নিময় ভাঙার খেসারত যে কতটা ভয়াবহ হতে পারে, তা হয়তো বুঝতে পারেননি তিনি৷ সেই ভুলেরই মাসুল দিতে হল এক মহিলাকে৷ সাইবেরীয় বাঘ এসে আক্রমণ করল তাকে৷ আর ওই মহিলাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল আরও এক জনের৷ ঘটনাটি ঘটেছে চিনের সাফারি পার্কে৷ ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
শনিবার চিনের প্রাচীরের কাছেই বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডের সাফারি পার্কে বেড়াতে গিয়েছিল একটি পরিবার৷ গাড়িতে ছিলেন একজন পুরুষ, একজন মাঝবয়সি এবং বয়স্ক মহিলা৷ ছিল এক শিশুও৷ রাস্তায় হঠাৎই গাড়িতে থামানো হয়৷ গাড়িতেই ওই ব্যক্তির সঙ্গে মাঝবয়সি মহিলার ঝগড়ার হয়৷ তার মাঝে হঠাৎই রাস্তাতেই নেমে পড়েন ওই মহিলা৷ নেমে যদিও অন্য এক পাশ দিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন ওই মহিলা৷ আর এরপরই ঘটে সেই ভয়াবহ ঘটনাটি৷
ভিডিওটিতে দেখা গিয়েছে, হঠাৎই এক সাইবেরীয় বাঘ আক্রমণ করে ওই মহিলাকে৷ এক মুহূর্তের মধ্যে বাঘটি টেনে নিয়ে যায় মহিলাকে৷ পরিবারের লোকজনই তাঁকে গাড়ি থেকে নামতে বারণ করেন৷ কিন্তু কোনও কথা শোনেননি তিনি৷ কথা না শোনার মাসুল যে তাঁকে এভাবে দিতে হবে, তা হয়তো কখনও কল্পনা করেননি তিনি৷ তবে বাঘের হাত থেকে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন আরেক মহিলা৷ তিনি বয়স্ক ছিলেন৷ বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়৷ প্রথমে বাঘের আক্রমণের মুখে পড়েছিলেন যে মহিলা, তিনি গুরুতর জখম৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement