Advertisement
Advertisement

রাষ্ট্রপতি পদে ট্রাম্পের অভিষেক, বিক্ষোভে ফুঁসছে আমেরিকা

‘গ্রেট আমেরিকা’ তৈরির ডাক দিয়েছেন ট্রাম্প।

 Dissent in US as Donald Trump takes oath as 45th President
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 3:24 pm
  • Updated:January 20, 2017 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের পর এবার হোয়াইট হাউস দখল নেওয়ার পালা ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার পাকাপাকিভাবে আমেরিকার রাষ্ট্রপতি পদে যোগ দেবেন ট্রাম্প। আর তার জন্যই সেজে উঠেছে হোয়াইট হাউস-সহ গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি পদে ট্রাম্পের যোগ দেওয়া রীতিমতো ধুমধাম করে পালিত হবে এদিন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল।

সরকারিভাবে রাষ্ট্রপতি পদে যোগ দিতে ইতিমধ্যেই ওয়াশিংটন এসে পৌঁছেছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ চলেছেন তিনি।

Advertisement

একদিকে যখন ট্রাম্পের অভিষেককে ঘিরে সাজো সাজো রব ওয়াশিংটনে, তখন অন্যদিকে ট্রাম্প বিরোধীরা আবারও সরব হয়েছেন। ট্রাম্পের সরকারিভাবে প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার আগে আমেরিকার রাস্তায় আবারও নেমেছে মানুষের ঢল। আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ট্রাম্পের বিরোধিতায় চলছে আন্দোলন।

যদিও এই বিষয়গুলিকে বিশেষ তোয়াক্কা করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং নতুন করে ‘গ্রেট আমেরিকা’ তৈরির ডাক দিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement