ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠানের মঞ্চে তাঁর হাতে চুম্বন করেনি ছোট্ট ছেলেটি। সেই কারণে নাকি শিশুটিকে চড় কষিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান! সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভিডিও। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ঠিক কী ঘটেছিল? সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, গত ২৭ জুলাই উত্তর-পূর্ব তুরস্কের রাইজ প্রদেশ একটি বিশেষ প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান। মঞ্চে তাঁর সঙ্গে দাঁড়িয়েছিলেন অন্যান্য আধিকারিকরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের সময় মঞ্চে উঠে একে একে শিশুরা তুরস্কের সংস্কৃতি মেনে এরদোগানের হাতে চুম্বন করছে। তিনি উপহার হিসাবে বাচ্চাদের হাতে টাকা দিচ্ছেন। এর পরই একটি ছোট্ট ছেলে প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলায় কিন্তু চুমু খেতে ইতস্তত বোধ করে। তখনই এরদোগানকে দেখা যায় ওই বাচ্চাটিকে গালে হাত দিতে। এই দেখেই অনেকে দাবি করেন, তিনি শিশুটিকে চড় মেরেছেন। মুহূর্তের মধ্যে এই দৃশ্য ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় জোর চর্চা।
🇹🇷 Turkey’s wannabe autocrat Erdogan slaps an infant boy for not immediately kissing his hand. pic.twitter.com/UKdoVrxDu1
— Pyotr Kurzin (@PKurzin) July 28, 2024
প্রসঙ্গত, তুরস্কের সংস্কৃতি অনুযায়ী বড়দের হাতে চুম্বন করা মানে তাঁদেরকে সম্মান জানানো। ভিডিও ভাইরাল হতেই নানা মতামত দেন নেটিজেনরা। একজন যেমন বলেন, ‘আমি আশ্চর্য হলাম। তিনি ক্যামেরার সামনে যদি এরকম করেন তাহলে বন্ধ দরজার পিছনে সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করেন।’ একজন আবার লিখেছেন, ‘এই আচরণ খুবই দুর্ভাগ্যজনক।’ কেউ কেউ আবার এরদোগানকে সমর্থন জানিয়ে লেখেন, ‘গুরুজন, বাবা-মায়ের হাতে চুম্বন করার অর্থ সম্মান জানানো। যদি না করেন তাহলে তা শেখা উচিত। বিশেষ করে ছোট বয়স থেকেই।’ অন্য আরেকজনের মন্তব্য, ‘পুরোটাই খেলার ছলে হয়েছে।’
তবে শিশুদের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের এহেন বিতর্কিত আচরণ এই প্রথম নয়। ২০২১ সালে রাইজ প্রদেশে সালারখা টানেল উদ্বোধনের অনুষ্ঠানে একটি বাচ্চার মাথায় মারতে দেখা গিয়েছিল এরদোগানকে। এর পর গত বছরই প্রকাশ্যে নিজের নাতিকে থাপ্পড় মেরেছিলেন তিনি। কিন্তু পরে দাবি করেছিলেন যে, নিছকই মজা করেছেন। এবার ফের একবার বিতর্কে জড়ালেন এরদোগান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.