সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চাপের মুখে পিছু হটলেন উত্তর কোরিয়ার যুদ্ধবাজ রাষ্ট্রপ্রধান কিম জং উন। ক্রমাগত পরমাণু অস্ত্রের হুমকি দিয়েও পিছিয়ে গেল ‘কমিউনিস্ট’ উত্তর কোরিয়া। মঙ্গলবার, পিয়ংইয়ং একটি রেডিও বার্তায় জানিয়েছে, আপাতত গুয়ামে মিসাইল হামলা চালানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গুয়ামে হামলা হলে কিমের দেশে অস্ত্রবৃষ্টি হবে, ছারখার করে দেওয়া হবে বলে ‘হুমকি’ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই হুমকিতে কোনওদিনই কর্ণপাত করেননি কিম। কিন্তু উত্তর কোরিয়ার বিশ্বস্ত ‘বন্ধু’ চিনের বিশ্বাসঘাতকতায় অবশেষে কুপোকাত হলেন কিম। মঙ্গলবার, ‘পরমবন্ধু’ চিনের কাছ থেকেই আসে প্রবল ধাক্কাটি। কিমের দেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল বেজিং। মার্কিন ও রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার ফলে এমনিতেই প্রবল চাপে দেশটির অর্থনীতি। এবার চিনের পদক্ষেপে তা প্রায় ভেঙে পড়ার শামিল।
[হামলার জন্য তৈরি মার্কিন সেনা, কিমকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের]
“উত্তর কোরিয়ার সেনা মিসাইল ছুড়লে কয়েক মুহূর্তেই জানতে পারবে মার্কিন সেনা, তারপরই শুরু হবে আসল খেলা।” গুয়ামে হামলার হুমকি নিয়ে এমনটাই বলেছেন মার্কিন সেক্রেটারি অফ ডিফেন্স জেমস মেটিস। তবে মেটিসের বয়ানে যে হাড় হিম করা বার্তা ছিল তা স্পষ্ট বুঝতে পেরেছেন কিম, এমটাই মত অনেকের। শক্তি প্রদর্শন করতে গুয়ামের আশেপাশে চারটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কথা ঘোষণা করে উত্তর কোরিয়া। ওই মিসাইলগুলি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। উল্লেখ্য, গুয়ামে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। প্রায় ৮ হাজার মার্কিন সেনা, যুদ্ধবিমান ও রণতরী রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিতে। মার্কিন মূল ভূখণ্ডের অংশ না হলেও গুয়ামের শাসনভার রয়েছে আমেরিকার হাতেই। কয়েকদিন আগেই সেখানে হামলা চালানোর হুমকি দেন কিম। পালটা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, গুয়ামে হামলা হলে ভয়ানক ফল ভোগ করতে হবে ওই দেশকে।
পারমাণবিক অস্ত্র নির্মাণকে ভিত্তি করে আন্তর্জাতিক স্তরে একঘরে হয়ে গিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে ইতিমধ্যে কমিউনিস্ট দেশটির উপর চাপানো হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তবে তা সত্বেও টলানো যায়নি যুদ্ধবাজ কিমকে। একমাত্র বন্ধু চিনকে আঁকড়ে ধরে ক্রমাগত আস্ফালন করে গিয়েছেন তিনি। এমনকি আমেরিকার বিরুদ্ধে প্রায়ই পরমাণু হামলার হুমকি দিয়েছেন। তবে তাই বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত চাপে পড়ে পিছু হঠেছেন কিম জং উন। তবে ফের কবে পরিস্থিতি বিস্ফোরক রূপ ধারণ করবে তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।
[উত্তর কোরিয়ার পর এবার ভেনেজুয়েলাতেও হামলার হুমকি ট্রাম্পের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.