Advertisement
Advertisement

Breaking News

Pakistan

কাশ্মীর প্রসঙ্গে সৌদিতেও পানি পেল না পাকিস্তান, শাহবাজকে কী বার্তা মোদির ‘ভাই’ যুবরাজ সলমনের

শাহবাজ শরিফকে সেই অর্থে আমলই দিলেন না সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বা এমবিএস।

Dialogue Important, says Saudi Crown Prince MBS To Pakistan PM Shehbaz
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 8, 2024 9:21 pm
  • Updated:April 8, 2024 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের দরবারে গিয়েও হালে পানি পেল না পাকিস্তান। পড়শি দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সেই অর্থে আমলই দিলেন না সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বা এমবিএস। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর পরামর্শই শরিফকে দিলেন এমবিএস। তাৎপর্যপূর্ণ ভাবে, বছর চারেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় ভাই’ বলেছিলেন সৌদি যুবরাজ। বিশ্লেষকদের মতে, মোদি জমানায় নয়াদিল্লি ও রিয়াধের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে।  

বলে রাখা ভালো, ভারতে ক্রমাগত জেহাদের বিষ ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বারবার জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে উপত্যকা উত্তপ্ত করার ছক কষছে ইসলামাবাদ। যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আবহে রবিবার সৌদির আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে রিয়াধে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু সৌদির যুবরাজ সাফ জানিয়েছেন, কেবলমাত্র আলোচনার মাধ্যমেই ভারত-পাকিস্তান সংঘাত মিটতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ৬ মাস ধরে হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত, অবশেষে পিছু হটছে ইজরায়েল সেনা?]

গত ফেব্রুয়ারি মাসে ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। মসনদে বসার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এদিন সৌদি রাজধানী রিয়াধে তিনি বৈঠক করেন যুবরাজ সলমনের সঙ্গে। সেই আলোচনায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়টিও উঠে আসে। রয়টার্স সূত্রে খবর, এই বৈঠকের পর যৌথবিবৃতি দিয়ে পাক বিদেশমন্ত্রক ও সৌদি সরকারের তরফে জানানো হয়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা রয়েছে। যার সমাধান আলোচনা ও বৈঠকের মাধ্যমেই সম্ভব। বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে যে বিরোধ রয়েছে তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই মুহূর্তে সেখানে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো দরকার।’

উল্লেখ্য, পাকিস্তান জঙ্গিদের চারণভূমি। বিগত কয়েক দশক ধরে ভারতে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে। লাগাতার জঙ্গিদের অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীর অশান্ত করতে চাইছে তারা। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে আরও বেশি উত্তেজনা সৃষ্টি করতে চাইছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে বারবার কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের উপর চাপ তৈরির চেষ্টা করছে ইসলামাবাদ। তবে মুসলিম বিশ্বে এখন আর সেই অর্থে পাত্তা পাচ্ছে না পড়শি দেশটি। মোদি জমানায় মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। 

[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement