Advertisement
Advertisement

Breaking News

কোষাগার সচল করতে মার্কিন কংগ্রেসে নয়া প্রস্তাব ট্রাম্প বিরোধীদের

কী প্রস্তাব দিলেন ট্রাম্প বিরোধীরা?

 Democrats proposed a plan to end the partial shutdown of the US government
Published by: Tanujit Das
  • Posted:January 2, 2019 8:11 pm
  • Updated:January 2, 2019 10:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাটডাউনের ফলে ক্রিসমাসের আগে বন্ধ হয়ে গিয়েছে মার্কিন কোষাগার৷ নতুন বছরেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি৷ ফলে প্রবল সমস্যার মুখে পড়েছেন প্রায় আট লক্ষ সরকারি কর্মচারী৷ এমত পরিস্থিতিতে মার্কিন প্রশাসনকে সাময়িক ভাবে সচল করতে, মার্কিন কংগ্রেসে দু’টি প্রস্তাব পেশে করলেন ডেমোক্র্যাটরা৷ বুঝিয়ে দিলেন মেক্সিকো সীমান্তে দেওয়ালের জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ না করেই, বিভিন্ন সরকারি দপ্তরকে সচল রাখতে চাইছেন তাঁরা৷

[‘অন্য পথ বেছে নিতে হবে’, আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি কিমের]

Advertisement

ডেমোক্র্যাটদের পেশ করা প্রথম প্রস্তাবে বলা হয়েছে, শাটডাউনের ফলে বন্ধ হয়ে যাওয়া ছ’টি গুরুত্বপূর্ণ দপ্তরকে একবছরের জন্য আর্থিক অনুদান দিতে পারে কংগ্রেস৷ আর দ্বিতীয় প্রস্তাবে তাঁরা বলেছেন, দেশের অন্তর্বর্তী নিরাপত্তার দায়িত্বে থাকা হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের জন্য শুধুমাত্র অর্থ বরাদ্দের কথা ভাবা হতে পারে৷ ফলে স্বাভাবিক নিয়মেই, ট্রাম্পের দাবি মতো মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করতে হবে না, বলে মত ডেমোক্র্যাটদের৷ এই প্রস্তাব পেশের পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার৷ তিনি বলেন, ‘‘প্রেসিডেন্টের সিদ্ধান্তে গত দু’সপ্তাহ ধরে সমগ্র দেশ শাটডাউন জারি হয়েছে৷ কিন্তু তিনি নিশ্চিন্তে হোয়াইট হাউসে বসে রয়েছেন৷ এই অচলাবস্থা কাটানোর কোনও ব্যবস্থা তো করছেন না, বরং টুইট করতে ব্যস্ত রয়েছেন তিনি৷ ফলে কংগ্রেস ও ডেমোক্র্যাটরা যৌথ ভাবে এই অচলাবস্থা কাটাতে তৎপর হয়েছে৷’’ বিরোধীদের এই প্রস্তাবকে কটাক্ষ করেছেন ট্রাম্প। পাশাপাশি শাটডাউন ও মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের বিষয়ে খোলাখুলি আলোচনার জন্য তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের শীর্ষ নেতাদের৷

[নিজেরই শেষকৃত্য! নতুন বছরকে স্বাগত জানানোর এ কেমন রীতি?]

বৃহস্পতিবার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের নিয়ন্ত্রণ হাতে পাবে ডেমোক্র্যাটরা। সূত্রের খবর, তার পরেই দেশের আংশিক শাটডাউনের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের উপর ভোটাভুটিরও পরিকল্পনা করেছেন তাঁরা। কিন্তু তাঁদের প্রস্তাবে রাখা হয়নি মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য কোনও অর্থ বরাদ্দের প্রসঙ্গ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement