সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভরাডুবির পর এবার সেনেটও হাতছাড়া রিপাবলিকান দলের। বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটেই এক দশকে প্রথমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ দখল করল ডেমোক্র্যাটরা।
এদিন, ক্যাপিটল হিলে জো বিডেন (Joe Biden) মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেন। তাঁর সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন কমলা হ্যারিস। মার্কিন সংবিধান মতে, সেনেটের দৈনন্দিন কার্যকলাপ চলে দেশের ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে। সেইমতো বুধবার জন অসফ, রাফেল ওয়ারনক ও অ্যালেক্স পাদিলাকে সেনেটের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান কমলা হ্যারিস। বলে রাখা ভাল, গত সোমবার সেনেটর পদে ইস্তফা দিয়েছেন কমলা। তাঁর জায়গায় নয়া সেনেটর হিসেবে অ্যালেক্স পাদিলাকে শেষমুহূর্তে নিজের নির্ণায়ক ভোট দেন তিনি। আর সেই সঙ্গে এক দশকে এই প্রথম ১০০ সদস্যের সেনেটে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে ডেমোক্র্যাটিক পার্টি। এতদিন পর্যন্ত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল ছিল রিপাবলিকানদের হাতে। ফলে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করতে ব্যর্থ হয় ডেমোক্র্যাটরা। ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হলে রিপাবলিকানদের দখলে থাকা সেনেটে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি পালটেছে। মার্কিন সদনের দুই কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ট হিসেবে আত্মপ্রকাশ করায় বিপাকে পড়তে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া, সদনের দুই কক্ষই দখলে থাকায় নয়া নীতি আনতে কিছুটা সুবিধা পাবে বিডেন প্রশাসন।
উল্লেখ্য, করোনা মহামারীর তাণ্ডবের মাঝেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন জো বিডেন। শপথগ্রহণের পরই তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ক্যাপিটল হিলে তাঁর সঙ্গেই শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও (Kamala Harris)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন-সহ বিশিষ্টরা। জাতীয় সংগীত পরিবেশন করেন লেডি গাগা (Lady Gaga)। তাঁদের শপথগ্রহণ সময় অভূতপূর্ব বেশ কিছু জিনিস দেখা যায় যা আগে কখনও হয়নি। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ক্যাপিটল হিলের ন্যাশনাল মলে দর্শকের অনুপস্থিতি। এর আগে প্রতিবার শপথগ্রহণ অনুষ্ঠান যাতে সাধারণ দর্শক দেখতে পারেন, তার জন্য প্রায় দু’লক্ষ টিকিট বিক্রি হয়। এবার কোভিডের ধাক্কায় তা হয়নি। বরং সেই জায়গাটা ভরানো হয় লক্ষ-লক্ষ আমেরিকান পতাকা দিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.