সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের এলন মাস্কের বিপুল আর্থিক সাহায্য, রিপাবলিকানদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বিরাট ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ব্র্যাড শিমেলকে হারিয়ে জয়ী হলেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী সুসান ক্রফোর্ড। এই জয়ের ফলে সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল উদারপন্থী বিচারকরা। আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতিতে বিচারপতি পদে সুসান ক্রফোর্ডের জয় ট্রাম্প প্রশাসনের জন্য বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এর ফলে ট্রাম্পের বহু নীতির উপর নেমে আসতে পারে আদালতের কোপ।
আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর মাত্র কয়েক মাসের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে উল্লেখযোগ্য, খরচ কমানোর নামে বহু সরকারি দপ্তর বন্ধ করা। এর জেরে ছাঁটাই হয়েছেন বহু কর্মী। পাশাপাশি গোল্ড কার্ডের মাধ্যমে নাগরিকত্ব বিক্রি, তৃতীয় লিঙ্গ বিরোধী নীতি-সহ আরও নানা পদক্ষেপ। ট্রাম্পের কট্টর নীতিতে বিপাকে পড়েছেন আমেরিকার সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর উইসকনসিন সুপ্রিম কোর্টের এই নির্বাচন কার্যত যুদ্ধের রূপ নিয়েছিল। রিপাবলিকান পার্টি চাইছিল সুপ্রিম কোর্টে তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকুক। এর জন্য বিপুল অর্থ ব্যয় করেন ধনকুবের এলন মাস্ক। সুসান ক্রফোর্ডকে ‘অতিবাম’ বলে আক্রমণ করতে ছাড়েননি খোদ ডোনাল্ড ট্রাম্প।
গত রবিবার উইসকনসিনে একটি সমাবেশও করেন মাস্ক। যেখানে ভোটারদের ১০ লক্ষ টাকার চেক বিতরণ করেন তিনি। পাশাপাশি এই নির্বাচনে রিপাবলিকানদের তরফে ২.১ কোটি ডলার খরচ করা হয়। অন্যদিকে, ডেমোক্র্যাট সমর্থিত ক্রফোর্ডের পক্ষে প্রচারে নামেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং জর্জ সোরোসের মতো বিলিয়নেয়াররা। শেষ পর্যন্ত এই নির্বাচনে মুখ পোড়ে রিপাবলিকানদের। সুসান ক্রফোর্ডের জয়ের সাথে সাথে, মার্কিন সুপ্রিম কোর্টে উদারপন্থী গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা ৪-৩ হয়েছে। ২০২৮ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা উদারপন্থী গোষ্ঠীর কাছেই থাকবে।
এই নির্বাচনে রিপাবলিকান সমর্থিত প্রার্থীর হারের ফলে অনুমান করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত জোরালো ধাক্কা খেতে চলেছে। সুপ্রিম কোর্টের দৌলতে রাশ পড়তে পারে ট্রাম্পের একছত্র আধিপত্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.