Advertisement
Advertisement
Delta plane

নামার সময় খুললই না সামনের চাকা! অল্পের জন্য রক্ষা পেলে বিমান

বিমানটিতে ৯৬ জন যাত্রী ছিলেন।

Delta plane makes landing without front gear। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 29, 2023 7:20 pm
  • Updated:June 29, 2023 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। প্রাণে বাঁচলেন যাত্রীরা। বিকল ল্যান্ডিং গিয়ার নিয়েই রানওয়েতে নামল একটি যাত্রীবাহী বোয়িং ৭১৭ বিমান।  

ঘটনাটি ঘটেছে বুধবার। ঘটনাস্থল, আমেরিকার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর।  এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা যায়, রানওয়েতে নামার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭১৭ বিমানে। জরুরি অবতরণের সময় সামনের চাকাই খোলেনি বিমানটির। ওই অবস্থাতেই বিমানটি নামান পাইলট। 

Advertisement

এদিন বিমানটিতে ৯৬ জন যাত্রী ছিলেন। ঘটনার পর সকল যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়। পরে বিমানটি সেখান থেকে সরিয়ে রানওয়ে চালু করে দেওয়া হয়। এরপরই ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতি দিয়ে জানায়, ” আমাদের যাত্রীদের সুরক্ষার থেকে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়।” বিমান সংস্থাটি আরও জানায়, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। 

[আরও পড়ুন: আরও ঘনীভূত ওয়াগনার রহস্য, এবার ‘নিখোঁজ’ শীর্ষ রুশ জেনারেল]

জানা গিয়েছে, শার্লট বিমানবন্দরে পৌঁছে সামনের চাকায় গন্ডগোলের কথা জানতে পারেন পাইলট। বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল থেকেও চালককে সতর্ক করা হয়। তাঁরা জানান, বিমানের সামনের চাকায় কিছু সমস্যা হচ্ছে। ‘ল্যান্ডিং গিয়ারের’ দরজা খুললেও চাকা বেরচ্ছে না। তবে শেষমেশ পাইলটের তৎপড়তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী বিমানটি।

প্রসঙ্গত, শার্লট বিমানবন্দর আমেরিকার ব্যস্ততম বিমানবন্দরগুলির একটি। ১৭৮টি জায়গায় তারা ‘ননস্টপ’ ফ্লাইট পরিষেবা দেয়। এদিকে, এই ঘটনার পর যাত্রীরা সকলে বিমানের পাইলট ও কর্মীদলকে ধন্যবাদ জানিয়েছেন।

[আরও পড়ুন: চরম আর্থিক সংকটে শ্রীলঙ্কা, হাল ফেরাতে বড় ঘোষণা বিশ্ব ব্যাংকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement