Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

কোন ভুলে ফাঁস হাউথিদের উপর হামলার পরিকল্পনা? জাতীয় নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন

ক্ষোভ উগরে দিয়েছে ডেমোক্র্যাটরা।

Decoding Donald Trump's Leaked Yemen War Plan
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 27, 2025 10:32 am
  • Updated:March 27, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগর আগুন ঝরাচ্ছে ইয়েমেনের হাউথিরা। ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে পালটা আক্রমণ শানাচ্ছে আমেরিকা। গত ১৫ মার্চ হাউথিদের উপর বড়সড় হামলার পরিকল্পনা করেছিল মার্কিন সেনা। কিন্তু সেই তথ্যই ফাঁস করে দিয়েছে মার্কিন ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’। যে সোশাল মিডিয়া গ্রুপে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল, তারই স্ক্রিনশট এখন ভাইরাল। এনিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুরু হয়েছে বিতর্কও। জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ডেমোক্র্যাটরা। কোন ভুলে ফাঁস হয়ে গেল এমন গুরুত্বপূর্ণ তথ্য?

গতকাল বুধবার হাউথিদের উপর মার্কিন ফৌজের এয়ার স্ট্রাইকের তথ্য ফাঁস করে ‘দ্য আটলান্টিক’। প্রমাণ হিসাবে তারা ‘হাউথি পিসি স্মল গ্রুপে’র চ্যাটের স্ক্রিনশট ভাইরাল করে দেয়। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে এই গোপন তথ্য সাংবাদিকের হাতে এল। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ডেমোক্র্যাটরা।

Advertisement

জানা গিয়েছে, মেসেজিং অ্যাপ সিগন্যালে গ্রুপ তৈরি সমস্ত পরিকল্পনা চলছিল। ওই গ্রুপে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। কোন সময়ে, কোন বিমান দিয়ে হামলা চালানো হবে, কোন হাতিয়ার ব্যবহার হবে সেই সব নিয়ে আলোচনা চলছিল। সেই গ্রুপে থাকা এক সাংবাদিকই এই তথ্য ফাঁস করে দেন। এনিয়েই ডেমোক্র্যাটরা পিট হেগসেথ ও মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করছে। কারণ, হামলার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় হাউথিরাও সতর্ক হয়ে গিয়েছে। আর এতে জাতীয় নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

তবে বিতর্কের মুখে মুখ খুলেছেন মাইক ওয়ালৎজ। নিজের ভুল স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, ভুলবশত ‘দ্য আটলান্টিক’ -র এডিটর-ইন-চিফ জেফারি গোল্ডবার্গকে গ্রুপে অ্যাড করে ফেলেছিলেন তিনি। তারপর আর খবর চাপা থাকেনি। সমস্ত কথোপকথনের স্ক্রিনশট নাকি ভাইরাল করে দেন গোল্ডবার্গ। কিন্তুম গোটা বিষয়কে এতটা আমল দিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর বক্তব্য, ওই গ্রুপ চ্যাটে এমন কিছুই গোপন ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub