সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১৬ জন যাত্রী-সহ রহস্যজনকভাবে উধাও হয়ে যায় মায়ানমারের একটি সেনা-বিমান৷ বুধবার আন্দামান সাগরের কাছে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত হল৷ মায়ানমারের বায়ুসেনা ও সরকারি বিমানবন্দর সূত্রে এই খবর জানা গিয়েছে৷ ম্যেইক ও ইয়াংগনের মধ্যে আচমকাই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি৷
#BREAKING Debris from Myanmar military plane found in sea, official says
— AFP news agency (@AFP) June 7, 2017
মায়ানমার বায়ুসেনার একটি সূত্র জানাচ্ছে, দাওয়েই শহর থেকে ২১৮ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে৷ তবে তল্লাশি অভিযান এখনও জারি রেখেছে মায়ানমার নৌসেনা৷ চারটি জাহাজ ও দুটি বিমান নামানো হয়েছে তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য৷ ভেঙে পড়া বিমানটির সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে অনুমান৷ তবে আর একটি সূত্রের দাবি, কয়েকজন যাত্রীকে জীবন্ত উদ্ধার করা যেতে পারে বলে অনুমান করছে উদ্ধারকারী দল৷
স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে দাওয়েই টাউনের ২০ মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিমানটির খোঁজে অন্যান্য বিমান ও জাহাজ নামানো হয়৷ বিমানবন্দরের একটি সূত্র জানাচ্ছে, ওই বিমানে ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার ছিলেন৷ ওই যাত্রীরা মূলত মায়ানমার সেনাবাহিনীর পারিবারিক সদস্য বলে জানা গিয়েছে৷ সংবাদ সংস্থা AFP একটি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে৷ তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
#BREAKING Myanmar military plane carrying 116 missing: army chief,airport source
— AFP news agency (@AFP) June 7, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.