Advertisement
Advertisement
Hamas-Israel war

গাজায় হামাস-ইজরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা ৪০ হাজার পার! ১০ মাসেও অধরা সমাধানসূত্র

শুক্রবার দোহায় ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে কাতারের মধ্যস্থতায়।

Death toll of Hamas-Israel war crossed 40 thousand

ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:August 16, 2024 1:27 pm
  • Updated:August 16, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল। গত ১০ মাস ধরে চলা যুদ্ধ থামানোর জন্য একাধিকবার আলোচনা হয়েছে। এখনও কাতারের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু তাতেও ফল হয়নি। লাগাতার আক্রমণ-পালটা আক্রমণের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন ৪০ হাজার মানুষ। এখনও পণবন্দি হয়ে রয়েছেন অনেকেই।

শুক্রবার আমেরিকার তরফে বলা হয়, ইজরায়েল-হামাস যুদ্ধে কিছুটা বিরতি আনার জন্য আলোচনা চলছে। শুক্রবার দোহায় ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে কাতারের মধ্যস্থতায়। সেখানে হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রতিনিধিরা। অন্যদিকে প্যালেস্টাইনের তরফে বলা হয়, এই বৈঠকে অংশ নেবেন না হামাস নেতৃত্ব। এহেন পরিস্থিতিতে জানা যায়, হামাস-ইজরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার।

Advertisement

[আরও পড়ুন: ভারতের আবেদনেই হাসিনার বিরুদ্ধে ‘সুর নরম’ আমেরিকার! প্রকাশ্যে বিস্ফোরক মার্কিন রিপোর্ট

গত ১০ মাস ধরে হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তারা নানা সন্ত্রাসবাদী কাজকর্ম করছে, সেনার উপর হামলা চালাচ্ছে। ছবি ও ভিডিও প্রকাশ করে এই অভিযোগের সাপেক্ষে যুক্তিও দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

গত শনিবারও গাজার একটি স্কুলে ভয়ংকর আঘাত হেনেছে ইজরায়েল! ‘অগ্নিবর্ষণে’ সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। গাজার প্রশাসন সূত্রে খবর, মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে আল শাহবার স্কুলে। পর পর মর্টার হামলায় স্কুলের বেশির ভাগ অংশ ভেঙে পড়ে। আগুন ধরে যায় গোটা স্কুলে। সেখানেই আশ্রয় নিয়েছিলেন বহু শরণার্থী। সব মিলিয়ে মৃত্যুমিছিল থামছে না গাজায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

[আরও পড়ুন: কাশ্মীরের বিধানসভাতেও ইন্ডিয়া জোটে জট! ভোট ঘোষণার আগেই ‘একলা চলা’র বার্তা আবদুল্লাদের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement