Advertisement
Advertisement
California fire

পুড়ে খাক গোটা শহর, আগুন নেভাতে মিলছে না জল! দাবানলে ক্যালিফোর্নিয়া যেন শ্মশান

টানা তিনদিন ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়া।

Death toll of California fire reaches 7
Published by: Anwesha Adhikary
  • Posted:January 10, 2025 9:46 am
  • Updated:January 10, 2025 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ে চলেছে মৃত্যুমিছিল। আগুনের গ্রাসে অন্তত ১০ হাজার বাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জলটুকুও মিলছে না। সবমিলিয়ে, বিধ্বংসী আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়া। আগুনে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার ছবি দেখে আমজনতার মত, গোটা শহরের উপর কেউ যেন বোমা ফেলেছে।

গত মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। টানা তিনদিন ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়া। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। যদিও অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পুড়ে গিয়েছে অন্তত ১০ হাজার বাড়ি। আমজনতার পাশাপাশি গৃহহীন হলিউড তারকারাও। ১ লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নানা এলাকা থেকে। জরুরি অবস্থা জারি করে চলছে আগুন নেভানোর চেষ্টা।

Advertisement

এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে একাধিক স্যাটেলাইট ছবি। কোনওটায় দেখা যাচ্ছে, গোটা শহরের প্রত্যেকটি বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে। কোথাও বা দাউদাউ করে জ্বলছে বাড়ি-সহ অন্যান্য জায়গাগুলি। আগুন নেভাতে গিয়ে বিপদে পড়ছেন দমকলকর্মীরাও। পর্যাপ্ত পরিমাণে জল মিলছে না। যে গতিতে আগুন ছড়াচ্ছে, তার সঙ্গে মোকাবিলা করতে যত জলের দরকার, সেটার যোগান পাচ্ছেন না দমকলকর্মীরা। ফলে আগুন নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে।

জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতে। আহতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জখম বহু দমকলকর্মী ও উদ্ধারকারী। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবু ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, তাই দাবানল আরও তীব্র আকার নিচ্ছে বলে মত প্রশাসনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement