সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) এবার অন্য আশঙ্কা। হাসপাতালগুলিতে মেডিক্যাল অক্সিজেন প্রায় শেষের মুখে। যুদ্ধের জন্য অক্সিজেন সরবরাহ করাও যাচ্ছে না। যার ফলে প্রাণসংশয়ে শ’য়ে শ’য়ে রোগী। আহত সেনা-জওয়ানদের বাঁচানোটাও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস (Tedros Adhanom Ghebreyesus) সোমবার বলেন, “ইউক্রেনে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বেশিরভাগ হাসপাতালেই অক্সিজেন প্রায় নিঃশেষ হওয়ার পথে। কিছু হাসপাতালে অক্সিজেন ইতিমধ্যেই শেষ। এর ফলে হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা।” বস্তুত গত একমাস ধরে ইউক্রেনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রয়েছে অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীও। সব মিলিয়ে বহু মানুষের অক্সিজেন প্রয়োজন। তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। অথচ সরবরাহ নেই।
রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, এই মুহূর্তে ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু যুদ্ধের জন্য পাশের দেশ থেকেও তা সরবরাহ করা যাচ্ছে না। আসলে যুদ্ধের জন্য অক্সিজেন প্লান্ট থেকে সরবরাহগুলি ট্রাকগুলি পৌঁছাতে পারছে না হাসপাতালে। একে তো মিনিটে মিনিটে বোমা, গুলি, শেলিংয়ের ভয়, তার উপর রয়েছে পদাতিক রুশ সেনার ভয়। অক্সিজেন সরবরাহকারী ট্রাকগুলিও রুশ সেনা আটকে দিচ্ছে বলে খবর পশ্চিমী সংবাদমাধ্যমগুলিতে।
WHO জানিয়েছে, তারা ইতিমধ্যেই পোল্যান্ড-সহ ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে কোনওভাবে অক্সিজেন সরবরাহ করা যায় কিনা চিন্তাভাবনা করছে। যদিও এখনও তেমন সুবিধা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মেডিক্যাল অক্সিজেন সরবরাহর পাশাপাশি পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহও বড় সমস্যা ইউক্রেনের। সব মিলিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ইউক্রেনজুড়ে। ইতিমধ্যেই প্রায় ৫ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.