সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না ইমরান খানের (Imran Khan)। একে তো বিরোধীরা একজোট হয়ে লাগাতার তাঁর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তার উপর দেশের অর্থনীতিও করোনার ধাক্কায় বেসামাল। এই অবস্থায় বিরোধীদের পালটা দিলেন তিনি। শনিবার পাক সেনার (Pak Army) সমালোচনায় মুখর বিরোধীদের কটাক্ষ করতে বেছে নিলেন সেই চিরচেনা ‘ভারত বিরোধী’ তাস। জানালেন, বিরোধীরাও কথা বলছে প্রতিবেশী দেশের সুরেই।
শনিবার চাকওয়ালের এক সভায় রীতিমতো আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে ইমরানকে। তাঁর দাবি, যেভাবে পাক সেনাকে অপমান করছে বিরোধীরা, তেমন কোনও নজির সেদেশের ইতিহাসে নেই। তবে তিনি মেনে নেন এর আগে জেনারেল মুশারফেরও সমালোচনা হয়েছিল। সেপ্রসঙ্গ উল্লেখ করে ইমরান বলেন, ‘‘হ্যাঁ, ওঁর সমালোচনা হয়েছিল। কিন্তু তিনি সেনাপ্রধানের পাশাপাশি দেশের নেতাও ছিলেন। সেই জন্যই তাঁর সমালোচনা হয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনীর প্রতি যে ভাষা প্রয়োগ করা হচ্ছে তা ভারতের প্রোপাগান্ডা মেনেই। এমন নজির এর আগে নেই। ভারতও আমাদের সেনাকে এভাবেই আক্রমণ করে।’’
২০১৮ সালে পাক সেনার মদতেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান। তিনি কার্যতই সেনার ‘হাতের পুতুল’। এমনই অভিযোগ করে বিরোধীরা। এর তীব্র নিন্দা করে ইমরানের পালটা, ‘‘তাহলে আপনারা নির্বাচন কমিশনে গেলেন না কেন? কিংবা সুপ্রিম কোর্ট? অথবা সংসদে?’’ পাশাপাশি আরও তোপ দেগে তিনি বলেন, সবাই জানে বিরোধীরা কীভাবে গত তিরিশ বছর ধরে দেশকে লুঠ করছে।
ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইমরানের অভিযোগ, ভারত বরাবরই চেয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে ‘জঙ্গি’ হিসেবে দেখাতে। পাশাপাশি গোটা বিশ্বের কাছে পাকিস্তান সম্পর্কে একটা ‘নেগেটিভ’ ভাবমূর্তিও তৈরি করতে চায় নয়াদিল্লি। উদ্দেশ্য, কেউ যাতে ইসলামাবাদে বিনিয়োগে আগ্রহী না হয়। ওয়াকিবহাল মহলের মতে, জনপ্রিয়তা যতই তলানিতে পৌঁছচ্ছে ততই ভারতবিরোধী তাস খেলায় মন দিচ্ছেন ইমরান। সেই সঙ্গে বিরোধীদেরও আক্রমণ করে তিনি যে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা নিয়েছেন, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল তাঁর এদিনের বক্তব্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.