সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভয়াবহ মহামারী। এটা দ্রুত গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু তা বলে এটিই যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মহামারী, তা ভেবে নেওয়া ঠিক নয়। আর কেউ নয়, একথা বলছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO’র জরুরি বিভাগের কর্তা মাইক রায়ান (Mike Ryan) বলছেন,”করোনা খুব দ্রুত ছড়িয়েছে। পৃথিবীর প্রতিটি প্রান্ত এতে প্রভাবিত। কিন্তু তার মানে এই নয় যে, এটিই বিশ্বের সবচেয়ে বড় মহামারী।” মাইক রায়ান বলছেন, হতেই পারে এটা আমাদের কাছে একটা সতর্কবাণী। আগামী দিনে আরও বড় মহামারী আসছে।
সোমবার এক অনলাইন কনফারেন্সে মাইক রায়ান বলেন, “এই ভাইরাস খুব ভয়াবহ। এটা খুব দ্রুত ছড়ায়। মানুষও মারা যায়। বিশ্বের সব প্রান্তে এর প্রভাব পড়েছে। কিন্তু এটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর নয়। জানি এই ভাইরাসের হামলায় বহু মানুষ নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন। এর দাপটে অনেকে আর্থিকভাব বিপর্যস্ত। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, অন্যান্য সব রোগের তুলনায় এর মৃত্যুহার অনেকটাই কম। আগামী দিনে আরও বহু ভয়াবহ রোগ আসছে। হয়তো এটা আমাদের জন্য একটা সাবধানবাণী।” রায়ানের এই বয়ান খানিকটা হলেও বিভ্রান্তিকর। কারণ, WHO ইতিমধ্যেই করোনা পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জরুরি অবস্থা বলে ঘোষণা করে দিয়েছে। তাছাড়া, এই মহামারীর কবলে প্রায় ১৭ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ কোটির বেশি। এর আগে কোনও রোগের এত ভয়াবহতা বিশ্ব দেখেনি।
করোনার আগে সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, পোলিও সংক্রমণ এবং দু’বার ইবোলা সংক্রমণের সময়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছিল WHO। কিন্তু কোনওক্ষেত্রেই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। এবছর করোনার হানা এই সব মহামারীর মিলিত ক্ষতিকেও ছাপিয়ে যেতে পারে, এই আশঙ্কায় প্রহর গুণছে বিশ্ববাসী। এর মধ্যে আবার WHO কর্তা বলছেন, এটা নাকি সবচেয়ে ভয়াবহ নয়। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই শীর্ষকর্তা বিশ্ববাসীকে সাবধান করছেন। তার মতে, আগামী দিনে আরও ভয়াবহ মহামারী আসছে। তাই এখন থেকেই সাবধান হতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.